ছাত্র-শিক্ষকের কথোপকথনের সেই ভিডিয়ো। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।
ছাত্রের নাম জানতে চেয়েছিলেন কলেজের শিক্ষক। ছাত্র নাম বলার পরেই শিক্ষক বুঝতে পারেন, তিনি ধর্মে মুসলমান। তারপরই বিদ্রুপ করে বলেন, ও তুমি মুসলমান, কসাভের মতো! শিক্ষকের টিপ্পনীর জবাবও দেন সেই ছাত্র। ছাত্র-শিক্ষকের সেই কথোপকথনের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দবাজার অনলাইন ওই ভিডিয়ো যাচাই করেনি। ওই শিক্ষককে বরখাস্ত করেছেন কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপি জেলার মনিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। বরখাস্ত হওয়া শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভরা শ্রেণিকক্ষে এক জন পড়ুয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। তবে শিক্ষকের এই মন্তব্য এবং তাঁর বহিষ্কারের থেকেও বড় হয়ে উঠেছে, ওই ছাত্রের প্রতিবাদী মানসিকতা।
A Professor in a class room in India calling a Muslim student ‘terrorist’ - This is what it has been to be a minority in India! pic.twitter.com/EjE7uFbsSi
— Ashok Swain (@ashoswai) November 27, 2022
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, শিক্ষকের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই পড়ুয়া বলছেন, “মুম্বই হামলার ঘটনা মোটেই মজার নয়। আবার এ দেশের এক জন মুসলমান হিসাবে প্রতিদিন এ ভাবে হেনস্থার শিকার হওয়াও মজার বিষয় নয়, স্যর।” ছাত্রের কাছ থেকে এমন বলিষ্ঠ প্রত্যুত্তর পাওয়ার পরেই শিক্ষক বিষয়টাকে লঘু করার চেষ্টা করেন। বলেন, ‘‘আমি তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি।’’
ছাত্রটি শিক্ষককে পাল্টা প্রশ্ন করে, “আপনি কি আপনার সন্তানকে এক জন সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেন?” এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি ওই শিক্ষক। ছাত্রের কাছে তাঁর ওই মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। যদিও তাতেও চাকরি বাঁচাতে পারেননি ওই শিক্ষক। কলেজ কর্তৃপক্ষের তরফে জানা হয়েছে, শিক্ষকের এমন অসংবেদনশীল মন্তব্যে পড়ুয়ার মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। কলেজের তরফে ওই পড়ুয়ার কাউন্সেলিংয়ের বন্দোবস্ত করা হয়েছে। প্রসঙ্গত, আজমল কসাভ মুম্বই হামলায় যুক্ত এক মাত্র সন্ত্রাসবাদী, যাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে তাঁকে ফাঁসি দেওয়া হয়। কসাভের নামোল্লেখ করেই মুসলমান পড়ুয়াকে নিয়ে বিদ্রুপ করেছিলেন ওই শিক্ষক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy