পুলিশকে পেটাচ্ছেন এক আইনজীবী। কর্নাটকের দাবাংগিরিতে।
কর্নাটকের ছোট শহর দাবাংগিরি। আর সেই দাবাংগিরিতেই পুলিশ পিটিয়ে নিজের দাদাগিরির নিদর্শন দিলেন এক আইনজীবী।
কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কি না ব্রেথালাইজার দিয়ে পরীক্ষা করছিলেন পুলিশকর্মীরা। বৃহস্পতিবার ওই রাস্তা দিয়েই ফিরছিলেন আইনজীবী রুদ্রাপ্পা। সন্দেহ হওয়ায় পুলিশ রুদ্রাপ্পাকে বাইক থামাতে বলে। আর তাতেই রেগে আগুন হয়ে যান তিনি। পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। বচসা চলাকালীন হঠাত্ই রুদ্রাপ্পা আক্রমণাত্মক হয়ে ওঠেন।
যেখানে দু’পক্ষের মধ্যে বচসা চলছিল, তার ঠিক পাশেই টেরাকোটার জিনিস বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাত্ই রুদ্রাপ্পা সেই টেরাকোটার একটি জিনিস তুলে নিয়ে এক পুলিশকর্মীর মাথায় জোরে আঘাত করেন। তাঁর মাথা ফেটে যায়। এর পরেও ক্ষান্ত হননি ওই আইনজীবী। প্রথম জনকে মারার পর দ্বিতীয় পুলিশকর্মীর দিকে তিনি ছুটে যান। তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে রাস্তায় ফেলে মারধর করেন। দুই পুলিশকর্মীকে হুমকিও দিতে থাকেন।
দেখুন ভিডিয়ো
#WATCH: A man who was allegedly drunk assaulted two traffic policemen in Karnataka's Davangere earlier today. Police arrested the man and a case has been registered against him. pic.twitter.com/kahGksU0A7
— ANI (@ANI) October 10, 2018
আরও পড়ুন: ‘শবরীমালায় ঢুকলে মহিলাদের দু’ভাগে চিড়ে ফেলা উচিত’
আরও পড়ুন: রাফাল আর কত দূর, ফ্রান্সের কারখানায় খোঁজ নির্মলার
রাস্তার মাঝে পুলিশকর্মীকে মারধর করতে দেখে পথচারীরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন পথচারীরা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। ওই আইনজীবীকে পরে গ্রেফতার করা হয়েছে। দাবাংগিরির পুলিশ সুপার চেতন সিংহ জানান, কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে আইনজীবীর বিরুদ্ধে।
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy