জেসিবি-তে চেপে নদী পার ৪ স্বাস্থ্যকর্মীর
অতিমারি পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি রেখে সঙ্কটের মোকাবিলা করছেন চিকিৎসক, নার্স-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। দেশে কোভিডের সঙ্কট শুরু হওয়ার পর থেকে নেটমাধ্যমে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে বহু ছবি, ভিডিয়ো যেখানে স্বাস্থ্যকর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াইয়ের উদাহরণ রাখছেন। সেই রকমই একটি ছবি উঠে এল লাখাদ থেকে।
নদীতে জলের তীব্র স্রোত। জেসিবি মেশিনের গাড়িতে চেপে নদী পারাপার করছেন চার স্বাস্থ্যকর্মী। নদীর ওপারে পৌঁছতে হবে তাঁদের। গ্রামে গ্রামে ঘুরে কোভিড আক্রান্তদের সেবা-শুশ্রূষার দায়িত্ব তাঁদেরই উপর। নেটমাধ্যমে ছবিটি শেয়ার করেছেন লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল। লিখেছেন, ‘আমাদের কোভিড যোদ্ধাদের সেলাম! একদল কোভিড যোদ্ধা নদী পার করে লাদাখের গ্রামে পৌঁছে যাচ্ছেন। বাড়িতে থাকুন, সুস্থ ও সবল থাকুন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন।’ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় ছবিটি।
Salute to our #CovidWarriors.
— Jamyang Tsering Namgyal (@jtnladakh) June 7, 2021
A team of #Covid warriors crossing river to render their services in rural Ladakh.
Stay Home, Stay Safe, Stay Healthy and Cooperate the Covid Warriors. pic.twitter.com/cAgYjGGkxQ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy