সমকামীদের জন্য তৈরি ‘ডেটিং অ্যাপ’-এ প্রতারণার ফাঁদে পড়লেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। ওই অ্যাপ থেকে পরিচয়ের পর তাঁকে একটি ফ্ল্যাটে ডাকা হয়। অভিযোগ, সেখানে তাঁর আপত্তিকর ভিডিয়ো সংগ্রহ করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তাঁকে ভয় দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে তিন জনকে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজ চলছে আরও দুই অভিযুক্তের।
পুলিশ সূত্রে খবর, যে দিন ওই ব্যক্তিকে ফ্ল্যাটে ডাকা হয়েছিল, সে দিন ফ্ল্যাটে আগে থেকেই আরও কয়েক জন উপস্থিত ছিলেন। ফ্ল্যাটটি কিছু দিন আগেই ভাড়া নিয়েছিলেন অভিযুক্তেরা। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গত ২ জানুয়ারি সেটি ভাড়া নেয় অভিযুক্তেরা। পুলিশি জেরায় ধৃতেরা ইতিমধ্যে অভিযোগের কথা স্বীকার করেছেন। তদন্তে উঠে এসেছে, আগেও বেশ কয়েক জনকে তাঁরা এ ভাবে প্রতারিত করেছেন। গ্রেফতার তিন অভিযুক্তের থেকে নগদ ১০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
ধৃত তিন জনের মধ্যেই এক জন এই প্রতারণাচক্রের মূল পাণ্ডা বলে সন্দেহ করছে পুলিশ। তাঁর থেকে একটি পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। সেখানে বলা হচ্ছে, অভিযুক্ত একজন আইনজীবী। যদিও সেটি ভুয়ো কি না, তা যাচাই করে দেখছেন পুলিশকর্মীরা। গাজ়িয়াবাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্বতন্ত্র কুমার সিংহ জানান, অভিযুক্তেরা কোথায় থাকতে পারেন, সে বিষয়ে পুলিশের কাছে আগেভাগে কিছু তথ্য ছিল। ওই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চেকপোস্ট তৈরি করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ঘটনায় বাকি দুই অভিযুক্তকেও শীঘ্রই পাকড়াও করা হবে বলে জানিয়েছেন তিনি।