কেউ জন্মেছিলেন নারী হয়ে, আবার কেউ ছিলেন পুরুষ। তবে প্রকৃতির দেওয়া সেই স্বীকৃতি স্বীকার করেননি তাঁরা। গুরুত্ব দিয়েছিলেন মনের তাগিদকে। মনের সঙ্গে শরীরে তফাৎ ছিল বিস্তর। তাই শরীরের রূপান্তর ঘটিয়েছিলেন তাঁরা। এমনই ২৩ জন রূপান্তরিত পুরুষ ও মহিলাকে চাকরিতে নিয়োগ করল কেরল মেট্রো রেল লিমিটেড।
কোচি শহরের আসন্ন মেট্রো রেল প্রকল্পের বিভিন্ন দফতরে দেখা যাবে তাঁদের। শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে কেই নিয়োজিত হবেন হাউজকিপিং-এ। আবার কেউ বসবেন টিকিট কাউন্টারে। এমনটাই জানিয়েছেন কেরল মেট্রো রেল কর্তৃপক্ষ। ভারতে এই প্রথম কোনও সরকারি সংস্থায় এত জন তৃতীয় লিঙ্গের মানুষকে একসঙ্গে চাকরিতে নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন: ভোডাফোন বিজ্ঞাপনের এই দম্পতির পরিচয় পেলে চমকে যাবেন
কেরল মেট্রো রেল লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ইলায়াস জর্জ বলেন, ‘‘আমরা চেষ্টা করছি যাতে তৃতীয় লিঙ্গের মানুষজনকে সমাজের মূল স্রোতের সঙ্গে মেলানো যায়। আশা করছি, অন্যান্য সংস্থাও এই ধরনের মানুষদের চাকরির সুযোগ করে দেবে।’’
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে পাশ করার পর এখন এই ২৩ জনের প্রশিক্ষণ চলছে। প্রথম দফায় ২৩ জন রূপান্তরিত পুরুষ ও মহিলার কাজের দক্ষতার বিচার করে পরের দফায় আরও বেশি সংখ্যক তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগের ভাবনা রয়েছে কেরল মেট্রো রেল কর্তৃপক্ষের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy