ফাইল চিত্র
জনগণের ‘আস্থা’ প্রধানমন্ত্রীকে আরও আক্রমণাত্মক করল। তারই প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার। অর্থ মন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হল, ২০০০ টাকা পর্যন্ত সরাসরি পুরনো নোট বদল আর নয়। এ বার নিজের অ্যাকাউন্টে জমা করা যাবে বাতিল ৫০০, ১০০০ টাকার নোট। তবে, কিছু ক্ষেত্রে পুরনো নোট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৫ ডিসেম্বর পর্যন্ত জরুরী পরিষেবা ছাড়া ৫০০ টাকার নোট কোথাও চলবে না। তবে শুধুমাত্র নিজের অ্যাকাউন্টে জমা দেওয়া যাবে ১০০০ টাকার নোট। সরকারি হাসপাতাল, পেট্রল পাম্পের মতো জরুরী পরিষেবার ক্ষেত্রে চালু ছিল পুরনো নোট। এ বার আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। দেখে নিন এক নজরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy