জিফপম: শুধু মানুষই নয়, এই ছোট আকারের পমেরিয়ানও একজন টিকটক স্টার। ফলোয়ার? ১ কোটি ৯০ লক্ষেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে অক্ষয় কুমারকে ছুঁয়ে ফেলেছে। অক্ষয়ের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এক কোটি ৯০ লক্ষ। এ ভাবে চলতে থাকলে আশা করা যায়, সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যার বিচারের আলিয়া ভট্টর সমান হতে খুব বেশি দিন লাগবে না জিফপমের।
মিস্টার ফাইসু: ভারতীয় এই তরুণের টিকটক ফলোয়ারের সংখ্যা দু’কোটি ৩০ লক্ষেরও বেশি। যেখানে দীপিকা এবং প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম ফলোয়ার দু’কোটি ৪০ লক্ষ। হাসনাইন খানের সঙ্গে তিনিও তবরেজ আনসারির মৃত্যু নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করে টিকটকের গাইডলাইন অগ্রাহ্য করেন। তাঁকেও বহিষ্কার করেছে টিকটক সংস্থা। বহিষ্কারের আগে পর্যন্ত ফাইসু-ই ছিলেন ভারতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক স্টার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy