Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Indira Gandhi

ইন্দিরাকে হত্যার দৃশ্য ট্যাবলোয় সাজিয়ে বার করা হল কানাডার রাস্তায়! সমালোচনায় কংগ্রেস

মিছিলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ট্যাবলোর গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন মাথায় কমলা রঙের পাগড়ি বাঁধা সাদা পোশাকের তিন জন। শিখ ধর্মে খালসাদের রঙ হল কমলা।

tableau in Canada exhibits the assassination of Indira Gandhi

ইন্দিরা গান্ধী। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১২:৪৯
Share: Save:

সাদা শাড়ি নকল লাল ‘রক্তে’ ভেসে যাচ্ছে। বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছে নাইলনের শরীর। পাগড়ি পরা দুই রক্ষীর সামনে অসহায় ভাবে দু’হাত মাথায় তুলে দাঁড়িয়ে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি। পিছনে একটি সাদা পোস্টারে বড় বড় অক্ষরে লাল রঙ দিয়ে লেখা ‘প্রতিশোধ’। এ ভাবেই একটি ট্যাবলো সাজিয়ে মিছিল বেরোল কানাডার রাস্তায়। যা দাঁড়িয়ে দেখলেন কানাডার ব্রাম্পটন শহরের ভারতীয়রা। ওই মিছিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে ভারতে।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যার ঘটনাকে সাজিয়ে-গুছিয়ে মিছিল করেছেন যাঁরা, তাঁদের খলিস্তানপন্থী বলে অভিযোগ করেছে কংগ্রেস। ওই মিছিলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে ট্যাবলোর গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন মাথায় কমলা রঙের পাগড়ি বাঁধা সাদা পোশাকের তিন জন। শিখ ধর্মে খালসাদের রঙ হল কমলা। এই খালসা শিখদেরই একটি গোষ্ঠী। শিখ ধর্মকে রক্ষা করা যাঁদের দায়িত্ব। খলিস্তানি আন্দোলন মূলত এই খালসাদেরই নিজস্ব মাতৃভূমির দাবিতে আন্দোলন। যে আন্দোলনের সঙ্গে পরোক্ষ যোগ ছিল ইন্দিরা-হত্যার।

১৯৮৪ সালের জুন মাসে খলিস্তানপন্থী নেতা জার্নেল সিংহ ভিন্দ্রেনওয়ালে এবং তাঁর অনুগামীদের খুঁজে বার করতে ‘অপারেশন ব্লু স্টার’-এর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। ওই অভিযানে সরকারি হিসাবে অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছিল অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে। ইন্দিরাকে হত্যার ঘটনা এই অভিযানের পরবর্তী প্রতিক্রিয়া ছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। কানাডার ওই মিছিলে সেই হত্যাকাণ্ডকেই এমন সাজিয়ে-গুছিয়ে প্রদর্শনের সমালোচনা করেছে কংগ্রেস।

বুধবার কংগ্রেস নেতা মিলিন্দ দেওড়া ওই মিছিলের একটি ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘৫ কিলোমিটার দীর্ঘ পথ ধরে চলেছে এই মিছিল। এটা একটা দেশের যন্ত্রণার ইতিহাস। যে যন্ত্রণা দেশের প্রধানমন্ত্রীর হত্যায় গোটা দেশ অনুভব করেছিল। এক জন ভারতীয় হিসাবে বলছি, গোটা বিশ্বের ঐক্যবদ্ধ ভাবে এই মিছিলের নিন্দা করা উচিত।’’

বৃহস্পতিবার, ছিল ৬ জুন। ১৯৮৪ সালে এই দিনেই অমৃতসরের স্বর্ণমন্দিরে ‘অপরেশন ব্লু স্টার’-এর নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। সেই ঘটনার ৩৯তম বর্ষপূর্তির দু’দিন আগে গত ৪ জুন ওই মিছিল বার করা হয়েছিল কানাডার ব্রাম্পটনের রাস্তায়।

অন্য বিষয়গুলি:

Indira Gandhi Congress Khalistan movement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy