Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Supreme Court

কাবেরী জলবন্টন: কর্নাটক, তামিলনাড়ুর দ্বন্দ্ব মেটাতে সাংবিধানিক বেঞ্চ গঠন করছে সুপ্রিম কোর্ট

কাবেরীর জলবন্টন চুক্তি নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। এই নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেয় কর্নাটক সরকারও।

Kaveri Water row, CJI DY Chandrachud to constitute benches for hearing pleas

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ১৬:২০
Share: Save:

কাবেরী নদীর জলবন্টন নিয়ে চূড়ান্ত ফয়সলা করতে সাংবিধানিক বেঞ্চ গঠন করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সোমবার ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর একটি প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আগেই কাবেরীর জলবন্টন চুক্তি নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। রবিবার কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা সেচমন্ত্রী ডিকে শিবকুমার জানান, কর্নাটক সরকারও বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে।

গত সপ্তাহে তামিলনাড়ু সরকার কর্নাটক থেকে প্রতিদিন কাবেরীর ২৪ হাজার কিউসেক জল ছাড়ার জন্য আদালতে আর্জি জানায়। তার পর আদালতে যাওয়ার ইঙ্গিত দেয় কর্নাটক সরকারও। এর আগে কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছিল, তামিলনাড়ুর কাবেরী উপত্যকায় পানীয় জলের সঙ্কট মেটাতে এবং চাষাবাদের সুবিধার্থে তারা কিছু পরিমাণ জল ছাড়তে প্রস্তুত। কিন্তু কর্নাটক যে পরিমাণ জল ছাড়ার কথা জানিয়েছিল, তাতে সন্তুষ্ট হয়নি তামিলনাড়ু।

এর আগে ‘কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’ কর্নাটক সরকারকে কাবেরীর ১০ হাজার কিউসেক জল তামিলনাড়ুকে দিতে বলেছিল। কিন্তু এই ‘কৃষকদের স্বার্থে’ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানায় কর্নাটক। স্বল্প বৃষ্টির কারণে এমনিতেই কর্নাটকের জলাধারগুলিতে জলাভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। কংগ্রেসের বিরুদ্ধে কৃষকদের স্বার্থ না দেখে দলীয় স্বার্থ দেখার অভিযোগ তুলেছে বিজেপি, জেডিএস-এর মতো কর্নাটকের বিরোধী দলগুলি। কাবেরী জলবন্টন নিয়ে আলোচনা করতে আগামী বুধবার সর্বদল বৈঠক ডেকেছে কংগ্রেস সরকার। প্রসঙ্গত, কর্নাটকে কংগ্রেস এককভাবে ক্ষমতায় রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে-র নেতৃত্বাধীন শাসকজোটের শরিক কংগ্রেস।

কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্নাটকের বিবাদ অবশ্য নতুন নয়। দক্ষিণের এই নদীটির কর্নাটকে উৎপত্তি। তার পর তামিলনাড়ুতে ঢুকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে গোদাবরী, কৃষ্ণার পর দক্ষিণ ভারতের তৃতীয় বৃহত্তম নদী কাবেরী।

অন্য বিষয়গুলি:

Supreme Court Kaveri CJI DY Chandrachud Karnataka Government Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy