Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Karnataka Election News

কর্নাটক উপনির্বাচনে বিরাট জয় বিজেপির, কংগ্রেসকে শিক্ষা দিল মানুষ, বললেন মোদী

গত ৫ ডিসেম্বর ওই আসনগুলিতে উপনির্বাচন হয়েছিল। আজ, সোমবার সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়। ভোটগণনার শুরুতে এখনও পর্যন্ত ১০টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২ আসনে এগিয়ে কংগ্রেস এবং জেডিএস জোট।

ইয়েদুরাপ্পা শিবিরে উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

ইয়েদুরাপ্পা শিবিরে উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ ১০:২১
Share: Save:

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে দরকার ছিল অন্তত ৬টি আসনে জয়। কিন্তু কর্নাটকের বিধানসভা উপনির্বাচনে ১৫টির মধ্যে ১২টিতেই জিতল বিজেপি। ২ আসনে জয় পেল কংগ্রেস এবং ১টি আসনে জয়ী নির্দল প্রার্থী।

২০১৮ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনে এই ১৫ আসনের মধ্যে ১১টিতে জিতেছিল কংগ্রেস, ৩টিতে বিজেপি এবং ১টিতে কেপিজেপি।

গত জুলাইতে কংগ্রেস-জেডিএস জোট সরকারের ১৭ জন বিধায়ক একসঙ্গে ইস্তফা দিলে তাঁদের সদস্যপদ বাতিল হয়ে যায়। তার ফলে পতন ঘটে এইচ ডি কুমারস্বামী সরকারের। ক্ষমতায় আসে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার। ওই ১৭টি আসনের মধ্যে ১৫টি উপনির্বাচন হয় গত ৫ ডিসেম্বর। বাকি ২টি আসনে ভোট হয়নি।

আরও পড়ুন: উপহার সিনেমা হলের স্মৃতি ফিরল দিল্লিতে, অগ্নিদগ্ধ হয়ে ৪৩ জনের মৃত্যু

কর্নাটক বিধানসভায় ২২৪টি আসনে এই মুহূর্তে বিজেপির ১০৫ বিধায়ক এবং ১ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্য দিকে, কংগ্রেস এবং জেডিএসের রয়েছে যথাক্রমে ৬৬ ও ৩৪ জন বিধায়ক।

এক নজরে ভোটগণনার ছবি:

• কর্নাটক উপনির্বাচনে বিজেপির কাছে হারে কংগ্রেসের পরিষদীয় দলনেতার পদ থেকে ইস্তফা সিদ্দারামাইয়ার।

• ১২টি আসনে জয় বিজেপির। পরাজয় স্বীকার কংগ্রেসের।

• ৩টি আসনে জয়ী বিজেপি। ৯টিতে এগিয়ে ইয়েদুরাপ্পার দল।

• উপনির্বাচনের ফলাফলে বিজেপি শিবিরের জয়ের ইঙ্গিত মিলতেই ঝাড়খণ্ডের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘কংগ্রেসকে শিক্ষা দিয়েছে কর্নাটকের মানুষ।’’

• হোসকোটে কেন্দ্রে জেডিএস সমর্থিত নির্দল প্রার্থী শরৎ বাচে গৌড়া হারালেন বিজেপি প্রার্থীকে।

• ২টি আসনে জয় কংগ্রেসের।

• ১৫টির মধ্যে ১২টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে বিজেপি।

• ১৭ রাউন্ডের গণনার পর হিরেকেরুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী বন্নিকোড়ের থেকে ২৯, ১৯৪ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বি সি পাটিল।

• য়ল্লপুর আসনে জয়ী বিজেপি প্রার্থী এ শিবরাম। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বি নায়েককে ৩১ হাজার ভোটে হারালেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কৃষ্ণরাজপেট কেন্দ্রে প্রাথমিক ভাবে পিছিয়ে পড়লেও বিজেপি প্রার্থীর থেকে ৬৭৭৯ ভোটে এগিয়ে গেলেন জেডিএস প্রার্থী।

• অপ্রত্যাশিত ভাবে হারের পর শিবকুমার বলেন, ‘‘জনমতের সঙ্গে সহমত হতে হবে আমাদের। পরাজয় মেনে নিলেও তা নিয়ে ব্যথিত হওয়ার প্রয়োজন নেই। কারণ, উপনির্বাচন আরও নির্বাচন এক নয়। কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হল কর্নাটক। এবং এ রাজ্য থেকে কংগ্রেস উবে যাবে না।’’

• কংগ্রেসের হেভিওয়েট নেতা ডি কে শিবকুমারের হার।

• হিরেকেরুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর থেকে ২৩,১২০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।

• ১১ রাউন্ডের গণনার পর সাড়ে ৩ হাজার ভোটে কৃষ্ণরাজপেট কেন্দ্রে এগিয়ে বিজেপি।

• কৃষ্ণরাজপেট কেন্দ্রে ৮ রাউন্ডের গণনার পর মাত্র ১ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী।

• ১২ রাউন্ডের ভোটগণনার পর হুন্সুর বিধানসভা কেন্দ্রে ২১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের মঞ্জুনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

• ১২টি আসনে এগিয়ে গেল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস এগিয়ে ২টিতে।

• প্রাথমিক ভাবে ২টি আসনে জেডিএস প্রার্থীরা এগিয়ে থাকলেও ওই আসনে এই মুহূর্তে এগিয়ে গেল বিজেপি।

• ১টি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।

• য়ল্লপুর আসনে জয়ী বিজেপি।

• প্রাথমিক ফলাফলের পর বিজেপি শিবিরে উল্লাস শুরু।

• ১টি আসনে এগিয়ে নির্দল প্রার্থী।

• কংগ্রেস এবং জেডিএস দু’দলই এগিয়ে ২ করে আসনে।

• কংগ্রেস-জেডিএস জোট এগিয়ে ৪টি আসনে।

• ভোটগণনার শুরুতে ১০টি আসনে এগিয়ে বিজেপি।

অন্য বিষয়গুলি:

Karnataka Bypoll Results 2019 Karnataka Bypoll Congress Janata Dal Secular JDS BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy