Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Karnataka Assembly Election 2023

ভোট ঘোষণা হয়ে গেল কর্নাটকে, ১০ মে ভোট, ১৩ মে ফল ঘোষণা, জানিয়ে দিল নির্বাচন কমিশন

কর্নাটকে গত বিধানসভা ভোটে বিজেপি ১১৯টি আসন একা জিতেছিল। অন্য দিকে, কংগ্রেস পেয়েছিল ৭৫টি আসন, জোটসঙ্গী জেডিএস পেয়েছিল ২৮ টি আসন। এ বার ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস।

File image of Chief Election Commissioner Rajiv Kumar

কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১২:০৬
Share: Save:

কর্নাটকে ঘোষণা হয়ে গেল বিধানসভা ভোটের দিনক্ষণ। আগামী ১০ মে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্যে। ১৩ মে ফলঘোষণা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।

ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফার ১২৪টি এবং ৯৩ আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগের বার বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস পেয়েছিল ৭৫টি আসন, জোটসঙ্গী জেডিএস পেয়েছিল ২৮টি আসন।

বিগত কয়েক বছর ধরেই কর্নাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অন্য দিকে, সংরক্ষণ ঘিরে ক্ষমতাসীন বাসবরাজ বোম্মাই সরকারের নতুন পদক্ষেপকে ঘিরে দ্বিতীয় বার কর্নাটক জয়ের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। গত রবিবার কর্নাটকে সরকারি প্রকল্পের শিলান্যাসে গিয়েও আবার সরকার গড়ার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও কর্নাটক পুনর্দখলের আশায় বলিয়ান কংগ্রেস পুরোদমে দুর্নীতি প্রসঙ্গকে পাখির চোখ করে বিজেপির দিকে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কর্নাটকে পথে নেমে প্রতিবাদ শুরু করেছে কংগ্রেস।

প্রসঙ্গত, শেষ বিধানসভা ভোটের পর জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। সেই সরকারের শপথগ্রহণের দিন বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের এক বিরল ছবি দেখা গিয়েছিল। সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশাপাশি একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিরোধী নেতা-নেত্রীকে। যদিও কর্নাটকে সেই সরকার বেশি দিন টেকেনি। ক্ষমতায় দখল করে বিজেপি। যদিও এ বার কর্নাটক জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

অন্য বিষয়গুলি:

Karnataka Assembly Election 2023 Election Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy