প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া এবং কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। ফাইল চিত্র।
কর্নাটকে আবার বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল দল। যদিও সে রাজ্যের ২২৪টি কেন্দ্রের একটিতেও এখনও প্রার্থীদের নাম চূড়ান্ত করতে পারেনি পদ্মশিবির। দলের একটি সূত্র জানাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পিছিয়ে গিয়েছে প্রার্থী ঘোষণা।
বৃহস্পতিবার কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার উপস্থিতিতে ৪১টি আসনে দলীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি, মান্ড্য জেলার মেলুকোট আসনটি স্বরাজ ইন্ডিয়া পার্টির প্রধান দর্শন পুত্তানিয়াকে ছাড়ার ঘোষণা করেছে কংগ্রেস। প্রসঙ্গত, প্রয়াত কৃষক নেতা তথা প্রাক্তন বিধায়ক কে এস পুত্তানিয়ার ছেলে দর্শন আমেরিকার এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্ণধার ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আম আদমি পার্টির বহিষ্কৃত নেতা যোগেন্দ্র যাদবের ‘স্বরাজ ইন্ডিয়া’ আন্দোলনে যোগ দেন তিনি।
আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। তার তিন দিন আগেই প্রথম দফায় সে রাজ্যের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে কংগ্রেস। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে শিবকুমার, সিদ্দারামাইয়া ছাড়া রয়েছেন কংগ্রেস সভাপতির ছেলে প্রিয়ঙ্ক খড়্গে এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেএইচ মুনিয়াপ্পা।
২০১৮ সালের বিধানসভা ভোটে ১১৯টি আসন একা জিতেছিল বিজেপি। অন্য দিকে, কংগ্রেস জিতেছিল ৭৫টি বিধানসভা কেন্দ্রে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি(এস) পেয়েছিল ২৮টি আসন। ভোটের পর কংগ্রেস এবং জেডি(এস) হাত মিলিয়ে সরকার গড়লেও পরে বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy