টুইটার থেকে নেওয়া।
কলেজের অধ্যক্ষকে চড়ের পর চড় মারছেন বিধায়ক! কর্নাটকের এই ভিডিয়ো নেটমাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। থাপ্পড় মারায় অভিযুক্ত জেডিইউ বিধায়ক এম শ্রীনিবাস। আনন্দবাজার অনলাইন ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
JanataDal MLA M Srinivas slaps the Principal of Nalwadi krishnaraja college in Karnataka in infront of everyone
— Sheetal Chopra (@SheetalPronamo) June 21, 2022
This happens when power goes to head
Shame😈 pic.twitter.com/8RTCCud8Mo
গত ২০ জুন, কর্নাটকের মাণ্ড্যর জেডিইউ-এর বিধায়ক শ্রীনিবাস গিয়েছিলেন নলওয়াডি কৃষ্ণরাজা ওয়াডিয়ার আইটিআই কলেজ পরিদর্শনে। সেখানে কম্পিউটার ল্যাবরেটরির কী নির্মাণকাজ চলছে তা জানতে চান তিনি। অভিযোগ, ল্যাবরেটরিতে কী উন্নয়নের কাজ হয়েছে, সে সম্বন্ধে কলেজ অধ্যক্ষের খতিয়ান সন্তুষ্ট করতে পারেনি বিধায়ককে। তার পরই পরের পর থাপ্পড় মারতে শুরু করেন বিধায়ক। তা দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আশপাশের লোকেদের।
এই ভিডিয়োয় তোলপাড় পড়ে গিয়েছে। অনেকেই অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন কলেজের অধ্যক্ষের কাছে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy