Advertisement
E-Paper

জঙ্গিদের ‘সাহায্যের’ অভিযোগ! কুলগামে গ্রেফতার দুই কাশ্মীরি তরুণ, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্রও

জঙ্গিদের সাহায্য করার অভিযোগে দুই কাশ্মীরি তরুণকে গ্রেফতার করল পুলিশ। শনিবার নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে ধরা পড়েন তাঁরা। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজ়িন এবং ২৫ রাউন্ড কার্তুজ।

জঙ্গিদের সাহায্য করার অভিযোগে কাশ্মীরে গ্রেফতার দুই তরুণ।

জঙ্গিদের সাহায্য করার অভিযোগে কাশ্মীরে গ্রেফতার দুই তরুণ। ছবি: এক্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৩২
Share
Save

জঙ্গিদের সাহায্য করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের কুলগামে গ্রেফতার হলেন দুই কাশ্মীরি তরুণ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ধৃতদের নাম বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট। উভয়েই কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। কুলগাম জেলা পুলিশ সূত্রে এএনআই জানিয়েছে, ওই দুই ধৃতের থেকে দু’টি পিস্তল, ২৫ রাউন্ড গুলি এবং দু’টি ম্যাগাজ়িন পাওয়া গিয়েছে।

পহেলগাঁওয়ের বৈসনর উপত্যকায় গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক। এক জন ছিলেন স্থানীয় বাসিন্দা। ওই ঘটনার পর থেকে গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ চেক পয়েন্টগুলিতে নজরদারি আরও বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে কুলগামের কাইমো শহরের ঠোকেরপোরা এলাকায় একটি চেকপয়েন্টে দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। সেনা, আধা সেনা (সিআরপিএফ) এবং কুলগাম পুলিশের এক যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওই দুই কাশ্মীরি তরুণকে। পুলিশ সূত্রে খবর, তাঁরা জঙ্গিদের সাহায্য করতেন বলে অভিযোগ রয়েছে।

পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে শনিবার উত্তর কাশ্মীরের সেদোরি নালা মুস্তাকাবাদ মছিলের জঙ্গলেও একটি অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ওই অভিযানেও জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে পাঁচটি একে-৪৭ রাইফেল, আটটি একে-৪৭ ম্যাগাজ়িন, একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজ়িন, একে-৪৭-এর ৬৬০টি কার্তুজ এবং এম৪ বন্দুকের ৫০টি কার্তুজ।

গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে জম্মু ও কাশ্মীরে প্রায় ১৪ জন স্থানীয় জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছে। এই ১৪ জন এখনও সক্রিয় বলে দাবি করা হচ্ছে গোয়েন্দা রিপোর্টে। এই জঙ্গিদের বয়স মূলত ২০-৪০ বছরের মধ্যে। সংবাদ সংস্থা এএনআই আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করার ক্ষেত্রে এই স্থানীয় জঙ্গিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সংক্ষেপে
  • সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
  • সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
Jammu and Kashmir Kulgam

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}