স্ত্রী, পুত্র এবং কন্যাকে নিয়ে গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে গিয়েছিলেন উত্তরাখণ্ডের তথ্যপ্রযুক্তি দফতরের সহকারী অধিকর্তা কে এস চৌহান। ঠিক ছিল পহেলগাঁওয়ে পৌঁছেই প্রথমে বৈসরনে যাবেন। কিন্তু পহেলগাঁওয়ে পৌঁছোনোমাত্রই চৌহানের পুত্র জেদ ধরে আগে খাওয়াদাওয়া করবে, তার পর বৈসরনে যাবে।
ছেলের জেদকে প্রাধান্য দিয়েই শেষমেশ হোটেলে ব্যাগপত্তর রেখে মধ্যাহ্নভোজ সারতে যায় চৌহান পরিবার। খেতে খেতেই তাঁরা ঠিক করেন বৈসরনের আগে বেতাব উপত্যকা আগে ঘুরে এলে কেমন হয়! যেমন ভাবনা, তেমন কাজ। বৈসরনের দিকে না গিয়ে বেতাব উপত্যকার দিকে চলে যান চৌহানেরা। তখন দুপুর ২টো। তত ক্ষণে বৈসরনে জঙ্গিহামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। জঙ্গিহামলার খবর পৌঁছোয় বেতাব উপত্যকাতেও।
কে এস চৌহান বলেন, ‘‘বেতাব উপত্যকায় পৌঁছে যখন বৈসরনে জঙ্গিহামলার খবর পেলাম, আমাদের সকলে হাত-পা ঠান্ডা হয়ে আসছিল। ঈশ্বরের অশেষ কৃপা যে, ছেলের জেদ এবং মধ্যাহ্নভোজের সময় বেতাব উপত্যকা ঘুরতে যাওয়ার হঠাৎ পরিকল্পনাই আমাদের বাঁচিয়ে দিয়েছে।’’
জঙ্গিহামলার খবর পেয়েই তড়িঘড়ি হোটেলে ফিরে আসেন চৌহানেরা। তাঁরা জানিয়েছেন, এই ভ্রমণ তাঁদের কাছে দুঃস্বপ্নের হয়ে থাকল। পরের বার কাশ্মীরে আসার আগে দু’বার ভাববেন বলেও জানান কে এস চৌহান। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বৈসরনে জঙ্গিরা হামলা চালায়। সেই হামলায় ২৫ ভারতীয় এবং নেপালের এক নাগরিক নিহত হন।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
২১:১৭
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা -
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা
-
সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী
-
প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!
-
ভারত নিয়ে ফোনে আলোচনা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সৌদির যুবরাজের! কী কথা হল? কী বললেন শাহবাজ়