Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Jagdeep Dhankhar

ধনখড়ের নিশানায় তৃণমূল সাংসদেরা

রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ডেরেক আজ তাঁর লেখা একটি নিবন্ধে সংসদে ‘আলো ফেরানোর’ জন্য দশটি দাবি তুলেছেন দলের পক্ষ থেকে।

Jagdeep Dhankhar

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ০৮:১৯
Share: Save:

রাজ্যসভায় নিট কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবিতে সরব ইন্ডিয়া জোটের সাংসদদের মধ্যে আজ তৃণমূলের প্রতিনিধিদের 'ব্যক্তিগত আক্রমণ' করার অভিযোগ উঠল সভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে। আজ এই মর্মে অভিযোগও তুলেছে তৃণমূল। শুক্রবার উত্তাল বিরোধী বেঞ্চের দিকে তাকিয়ে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েনের নাম করে ধনখড়কে দু'বার বলতে শোনা যায়, ‘‘আপনিই হলেন পরিচালক।’’ আর এক তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষকে তিনি বলেন, ‘‘আপনি খবরের কাগজে নিবন্ধ লেখেন, কিন্তু এখানে এসে বিভ্রান্তি তৈরি করছেন।’’ তৃণমূলেরই সাকেত গোখলের প্রতি চেয়ারম্যানের উক্তি, ‘‘আপনি নিজেই নিজেকে নির্বুদ্ধিতার জন্য ভোগাচ্ছেন।’’ তৃণমূল অবশ্য এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চায়নি। ডেরেককে প্রতিক্রিয়া দিতে বলা হলে তিনি কিছুটা শ্লেষের সঙ্গে বলেছেন, ‘‘দেশের উপরাষ্ট্রপতি অত্যন্ত সম্মানীয় ব্যক্তি।’’

রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও ডেরেক আজ তাঁর লেখা একটি নিবন্ধে সংসদে ‘আলো ফেরানোর’ জন্য দশটি দাবি তুলেছেন দলের পক্ষ থেকে। তার মধ্যে রয়েছে, প্রতি বছরে অন্তত ১০০ দিনের অধিবেশন নিশ্চিত করা, অবিলম্বে লোকসভায় ডেপুটি স্পিকার নিযুক্ত করা, আইন পাশ করার আগে সংসদে আলোচনা বাধ্যতামূলক করা, সংসদীয় কমিটিতে বিলের নিরীক্ষা করা, সংবিধান সংশোধনের বিল পাশ করানোর জন্য যৌথ সংসদীয় কমিটি তৈরি করা, নিরাপত্তা, জাতীয় অর্থনীতি মতো বিষয়ে সংসদীয় কমিটি গঠনের মতো বিষয়। তাঁর কথায়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদকে একটি গভীর কালো কুঠুরিতে পরিণত করেছেন। তিরিশ বছর পরে আমার প্রিয় গায়ক বিলি জোয়েল নতুন একটি অ্যালবাম প্রকাশ করেছেন। আজ তা খুবই প্রাসঙ্গিক। সেখানে বলা হচ্ছে, আলো জ্বালতে, আলো ফিরিয়ে আনতে হলে / দেরি আর করা যাবে
না অতঃপর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar parliament BJP TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE