আগামী মরসুমে আইপিএল খেলবেন জফ্রা আর্চার। তাঁকে নিলামের তালিকায় যুক্ত করা হল। ইংল্যান্ডের পেসার পুরো মরসুমেই খেলতে পারবেন বলে জানিয়েছেন। তার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে নিলামের তালিকায় যোগ করে। সেই সঙ্গে আরও দুই ক্রিকেটারকে নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে।
২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। প্রথমে জানানো হয়েছিল ৫৭৪ জনকে নিয়ে নিলাম হবে। আরও তিন ক্রিকেটারকে সেই তালিকায় যোগ করা হয়েছে। ইংল্যান্ডের আর্চার ছাড়াও নিলামে যোগ হয়েছে আমেরিকার সৌরভ নেত্রাভালকরের নাম। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটার হার্দিক তামোরেকেও নিলামে নেওয়া হয়েছে। নিলামে আর্চার ৫৭৫ নম্বর ক্রিকেটার। সৌরভ ৫৭৬ এবং হার্দিক ৫৭৭। প্রথম ১১৬ জন ক্রিকেটারের নাম নিলামে ডাকা হবে। তার পর বাকিদের মধ্যে থেকে বাছাই করে নাম ডাকা হবে। দ্বিতীয় তালিকায় থাকবেন আর্চারেরা।
আরও পড়ুন:
ইংল্যান্ডের হয়ে ২৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন পেসার আর্চার। সব মিলিয়ে খেলেছেন ১৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ। নিয়েছেন ১৯৭ উইকেট। আমেরিকার সৌরভ বাঁহাতি পেসার। তিনি দেশের হয়ে ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৫১টি উইকেট। আমেরিকার বাইরে কোনও ক্রিকেট লিগে খেলেননি তিনি। তবে সৌরভের জন্ম মুম্বইয়ে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছিলেন। সেই ক্রিকেটার এ বার আইপিএলের নিলামে উঠবেন। তাঁদের সঙ্গে ভারতের হার্দিককেও নিলামে যোগ করা হয়েছে। তিনি উইকেটরক্ষক ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন সাফল্য নেই। ১০ ম্যাচে ৬৫ রান করেছেন। তবে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১টি ম্যাচ খেলেছেন তিনি।