শিব নিজেও ভারতের তৃতীয় ধনী ব্যক্তি। প্রভাবশালীও। বছর কয়েক আগে এক জাতীয় স্তরের সংবাদ সংস্থার বিচারে ভারতের প্রথম ৫০ জন ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় ১৬ নম্বরে নাম ছিল শিবের। তারও আগে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিবকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল কেন্দ্র। শিব এখন দু’হাজার ৯৩০ কোটি মার্কিন ডলারের সম্পত্তির মালিক। এই বিপুল সম্পদের পুরোটাই শিবের নিজের পরিশ্রমের ফসল।
ভারতে তখন কম্পিউটার বলতে আইবিএম। নাম আইবিএম ১৪০১। তবে সেই কম্পিউটারের রক্ষণাবেক্ষণ অনেক জটিল। ২৪ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণে রাখতে হয়। ডেটা স্টোরেজের জন্য দরকার পড়ত আলাদা ঘরের। প্রযুক্তির দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকা ‘১৪০১’-এ কাজও হত অত্যন্ত ধীর গতিতে। তবু এই কম্পিউটারই লিজ দিয়ে প্রতি কম্পিউটারে বছরে পাঁচ লক্ষ টাকা করে আয় করত আইবিএম।
তত দিনে অবশ্য শিবের ব্যবসায়িক ভাবনা এবং মননে উৎসাহিত উত্তরপ্রদেশের সরকার এইচসিএলে বিনিয়োগ করেছে। পরিবর্তে উত্তরপ্রদেশ সরকারের নামে এইচসিএলের ২৬ শতাংশ শেয়ার লিখে দিয়েছেন শিব। সরকারের সঙ্গে বেসরকারি সংস্থার অংশীদারিত্ব সে সময়ে খুব একটা প্রচলিত বিষয় ছিল না। সে দিক থেকে দেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-র অন্যতম প্রথম নিদর্শনও এইচসিএল।
অথচ শিব কোনও ধনী পরিবারের সন্তান ছিলেন না। ১৯৪৫ সালে তামিলনাড়ুর একটি প্রত্যন্ত গ্রাম মুলাইপোজিতে জন্ম তাঁর। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন মাদুরাই, ত্রিচি, কোয়ম্বত্তুরের স্কুল-কলেজে। ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শিব ২২ বছর বয়সে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থাতেই নিজের চাকরিজীবন শুরু করেছিলেন।
তার পর আট বছরে তিন বার চাকরি বদলের পর শিবের উপলব্ধি হয়, দৈনিক ১০-১২ ঘণ্টার পরিশ্রম কোনও কাজে লাগছে না। যদি এই সময় দিতেই হয় তবে নিজের ভাল লাগার ক্ষেত্রেই ব্যয় করবেন। ক্যালকুলেটর বিভাগে কাজ করতেন শিব। সেখানেই সমমনস্ক কয়েক জনকে নিয়ে নতুন সংস্থা তৈরির সিদ্ধান্ত নেন। চাকরি ছেড়ে দিয়ে তৈরি করেন নিজেদের সংস্থা মাইক্রোকম্প লিমিটেড। শিবের সঙ্গে ছিলেন অজয় চৌধুরি। যিনি পরবর্তীকালে এইচসিএলের চেয়ারম্যান হন। ছিলেন বর্তমানে হেডস্ট্রং সংস্থার সিইও এবং চেয়ারম্যান অর্জুন মলহোত্রও। এঁরা ছাড়াও আরও বেশ কয়েক জন সহকর্মী মিলে শুরু করেন মাইক্রোকম্প। সংস্থাটি টেলিডিজিটাল ক্যালকুলেটর বিক্রি করত। সেটা ১৯৭৫ সাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy