Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Indigo Flight

এক বছর পর বাড়ি ফেরার ‘আনন্দে’ বিমানে মদের ফোয়ারা! বাধা দেওয়ায় গালিগালাজ, গ্রেফতার দুই

দুই অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুবাইয়ে কাজ করেন। এক বছর পর তাঁরা বা়ড়ি ফিরছিলেন।

Two flyers abuse Crew and co passengers after getting drunk in Dubai-Mumbai Indigo flight.

অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১১:১৩
Share: Save:

মত্ত অবস্থায় দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে বিমানসেবিকা এবং সহযাত্রীদের গালিগালাজ এবং উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার দুই যাত্রী। বুধবার বিমানটি মুম্বই অবতরণ করার পরে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালত পেশ করার পর আদালতের তরফে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বলে বৃহস্পতিবার এক জন পুলিশ আধিকারিক জানিয়েছেন।

ওই পুলিশ আধিকারিক বলেন, দুই অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুবাইয়ে কাজ করেন। এক বছর পর তাঁরা বা়ড়ি ফিরছিলেন। সেই ‘আনন্দে’ বিমানের মধ্যেই মদ খেয়ে ফূর্তি শুরু করেন তাঁরা। তাঁদের হট্টগোলের আওয়াজে সহযাত্রীরা আপত্তি জানালে তাঁরা গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। এক জন চলন্ত বিমানের করিডরেই মদ পান করতে শুরু করেন। বিমানসেবিকা এবং বাকি কর্মীরা হস্তক্ষেপ করলে তাঁদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর পর বিমানের কর্মীরা তাঁদের কাছ থেকে মদের বোতলগুলি কেড়ে নেন।

অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন।

বিমানের মধ্যে যাত্রীদের অসংযত ব্যবহারের এটি এই বছরের সপ্তম ঘটনা। সম্প্রতি, ১১ মার্চ শৌচালয়ে ধূমপান করার অভিযোগে এবং লন্ডন থেকে মুম্বইগামী বিমানে মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

অন্য বিষয়গুলি:

Indigo Flight Drunk Man arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy