এ বার রেলের টিকিট ক্যানসেল করতে আপনাকে আগের থেকে প্রায় দ্বিগুণ টাকা দিতে হবে। অন্য যাত্রীদের কনফার্ম়ড টিকিট দিতে রিফান্ড পলিসি বদল করার পরই টিকিট বাতিল করার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এ বার থেকে ট্রেন ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে টিকিট বাতিল করতেই হবে। ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে এই নিয়ম।
দেখে নেওয়া যাক কোন শ্রেণির টিকিট বাতিল করলে কত টাকা কেটে নেওয়া হবে-
এসি টু (কনফার্মড টিকিট)- ১০০ টাকা থেকে বেড়ে হল ২০০ টাকা।
এসি থ্রি (কনফার্মড টিকিট)- ৯০ টাকা থেকে বেড়ে হল ১৮০ টাকা।
ওয়েটিং লিস্ট এবং আরএসি টিকিটের ক্ষেত্রে ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে পর্যন্ত টিকিটের দাম ফেরত পাওয়া যাবে। ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনও টাকা ফেরত দেওয়া হবে না।
স্লিপার সেকেন্ড ক্লাস- ৬০ টাকা থেকে বেড়ে হল ১২০ টাকা।
ট্রেন ছাড়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে এই টাকা টিকিটের দাম থেকে কেটে নেওয়া হবে। যদি ট্রেন ছাড়ার ১২ থেকে চার ঘণ্টা আগে টিকিট বাতিল করা হয়, তবে টিকিটের দামের ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। এর পর আর টিকিট বাতিল করা যাবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy