জাস্টিন ট্রুডো। —ফাইল ছবি।
ভারত ও কানাডার সংঘাতের আরও একটি নতুন বিন্দু তৈরি হল। কানাডা সরকারের কাছে নিরাপত্তা চেয়ে না পাওয়ায় কানাডায় ভারতীয় দূতাবাস যাবতীয় সামাজিক কর্মসূচি অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দিল।
টরন্টোয় অবস্থিত ভারতের দূতাবাস কানাডার বিভিন্ন শহরে সেখানকার অনাবাসী এবং ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের সুবিধার্থে কনস্যুলার শিবিরের আয়োজন করে। কিন্তু চলতি পরিস্থিতিতে তা বাতিল করা হয়েছে বলেই আজ জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁর বক্তব্য, “এই সপ্তাহান্তে কনস্যুলার শিবিরের আয়োজন করার কথা ছিল টরন্টোয় আমাদের দূতাবাসের। কিন্তু কানাডা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও না পাওয়ায় অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। নভেম্বর এবং ডিসেম্বরে অনেক মানুষের ভারত থেকে পেনশন নেওয়া এবং অন্যান্য কাজের জন্য অনেক নথি ও কাগজপত্রের প্রয়োজন হয়। ফলে এই শিবির অত্যন্ত জরুরি।” দূতাবাস জানিয়েছে, নিয়ম মেনে কানাডার সরকারি নিরাপত্তা সংস্থাকে কর্মসূচির কথা জানানো হয়েছিল। কিন্তু ভারতকে সাফ জানানো হয়েছে, খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হামলা থেকে দূতাবাসকে সুরক্ষার গ্যারান্টি দেওয়া যাবে না।
কানাডায় খলিস্তানি নেতার হত্যার পিছনে অমিত শাহের হাত ছিল বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন কানাডার বিদেশ উপমন্ত্রী। ভারত ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানায়। কূটনৈতিক মহল মনে করছে, নিরাপত্তার গ্যারান্টি না দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে জাস্টিন ট্রুডোর প্রশাসন ভারতের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার পথ নিল। এমনিতেই দু’দেশের সম্পর্ক সরু সুতোয় ঝুলছে। দু’দেশই রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে। ভিসা দেওয়াতে লাগাম টেনেছে।
এ মুহূর্তে অস্ট্রেলিয়া সফর করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেও কানাডা নিয়ে আলোচনা হয়েছে জয়শঙ্কর ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং-এর মধ্যে। সিডনিতে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন সম্প্রচারিত হয় ‘অস্ট্রেলিয়া টুডে’ নামে চ্যানেলে। বৃহস্পতিবার ওই চ্যানেলেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন নিয়ে মন্তব্য করেন ভারতীয় বিদেশমন্ত্রী। তার পরে ‘অস্ট্রেলিয়া টুডে’কে নিষিদ্ধ করেছে কানাডা সরকার। এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর। তাঁর কথায়, “পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব আশ্চর্য লেগেছে। এটুকুই বলতে পারি, বাকস্বাধীনতা নিয়ে কানাডা সরকারের দ্বিচারিতার প্রকাশ এই ঘটনা।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy