প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানের সময়ই সেটি ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান।
পঞ্জাবের মোগা জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানচালকের। তাঁর নাম অভিনব চৌধরি। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন।
রাত ১টা নাগাদ মোগা জেলার বাঘাপুরানার লাঙ্গিয়ানা কুর্দ গ্রামে ভেঙে পড়ে এই বিমান। বায়ুসেনার এক অফিসার জানিয়েছেন, প্রশিক্ষণ সংক্রান্ত উড়ানের সময়ই সেটি ভেঙে পড়েছে। ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই অফিসার।
There was an aircraft accident last night involving a Bison aircraft of IAF in the western sector. The pilot, Sqn Ldr Abhinav Choudhary, sustained fatal injuries. IAF condoles the tragic loss and stands firmly with the bereaved family.
— Indian Air Force (@IAF_MCC) May 21, 2021
ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘বায়ুসেনার বাইসন যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধরির। বায়ুসেনা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’।
... Sad News...
— #DextrousNinja (@DextrousNinja) May 21, 2021
An Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Moga in Punjab late last night.
The aircraft was on a routine training sortie when the accident happened pic.twitter.com/Xcjjk0TILb
তবে এই প্রথম নয়। এর আগেও একাধিক বার মিগ-২১ যুদ্ধবিমান দু্র্ঘটনার কবলে পড়েছে। এ বছরই তিনটি দু্র্ঘটনা ঘটেছে। মার্চে বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার মৃত্যু হয় মিগ-২১ দুর্ঘটনায়। জানুয়ারিতেও রাজস্থানে ঘটেছিল দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় অবশ্য কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy