Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Voice of Global South

‘ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলুন’, গাজ়ায় মৃত্যুমিছিল রুখতে ‘গ্লোবাল সাউথ’ বৈঠকে আবেদন মোদীর

চলতি মাসের গোড়ায় প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন মোদী।

‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এ বক্তৃতায় মোদীর।

‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এ বক্তৃতায় মোদীর। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৫:৩৪
Share: Save:

প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরে দৃঢ় ভাবে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। উন্নয়নশীল দেশগুলির সংগঠন গ্লোবাল সাউথের ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এ বার গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সেনার ধারাবাহিক হামলা এবং হতাহতদের সংখ্যার দ্রুত বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর বক্তৃতায় মোদী বলেন, ‘‘হামাস এবং ইজ়রায়েলি সেনার সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ভারত এর তীব্র নিন্দা করছে।’’ বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চলতি মাসের গোড়ায় প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন মোদী। সে সময় গাজ়ার সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। শুক্রবার হামাসের হামলার নিন্দা করার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, ‘‘সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE