নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশে রেকর্ড টিকাকরণ। নিজস্ব চিত্র।
শুক্রবার ৭১ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আড়াই কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। যা ভারতের সর্বকালীন রেকর্ড। সরকার আড়াই কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরেছে।
শুক্রবার দুপুরের মধ্যেই এক কোটি টিকার লক্ষ্যমাত্রা পেরিয়ে যায়। এতে উৎসাহিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা টুইটে আরও বেশি টিকাকরণের আর্জি জানান। বিকেল সাড়ে ৫টা নাগাদ দু’কোটি টিকাকরণের গণ্ডিও পেরিয়ে যায়। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, শুক্রবার মিনিটে ৪২ হাজার টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে ৭০০ টিকা দেওয়া হয়েছে দেশে।
Celebrating the relentless efforts of India’s vaccinators against COVID-19, we have added a ticker to show vaccinations happening in near real-time. We are currently clocking over 42,000 vaccinations/minute or 700/second. Check new feature - https://t.co/YhG7gjKdEm #VaccineSeva pic.twitter.com/0nKWiqeZxd
— Dr. RS Sharma (@rssharma3) September 17, 2021
নরেন্দ্র মোদীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ২০ দিন ধরে টানা কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড টিকা দানের কর্মসূচি। শুরুতে একদিনে দু’কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ জন্য সরকারি পরিকাঠামোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অন্তত আট লক্ষ বিজেপি স্বেচ্ছাসেবককে। নেতা কর্মীরা যত বেশি সম্ভব মানুষকে টিকাকরণ কেন্দ্রে নিয়ে আসার আর্জিও জানিয়েছিলেন। শুক্রবার সকাল থেকেই টিকাকরণের ব্যাপারে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায়। দুপুরের মধ্যেই এক কোটি এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে দু’কোটির গণ্ডি পেরিয়ে যেতেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই কোটির। শুক্রবার রাত ১১টা ৫৮ পর্যন্ত কোউইন-এ পাওয়া তথ্য অনুযায়ী ২ কোটি ৫০ লক্ষ ১৬৬ জনকে টিকা দেওয়া হয়েছে।
Congratulations india!
— Mansukh Mandaviya (@mansukhmandviya) September 17, 2021
PM @NarendraModi जी के जन्मदिवस पर भारत ने आज इतिहास रच दिया है।
2.50 करोड़ से अधिक टीके लगा कर देश और विश्व के इतिहास में स्वर्णिम अध्याय लिखा है।
आज का दिन हेल्थकर्मियों के नाम रहा। #HealthArmyZindabad pic.twitter.com/F2EC5byMdt
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy