India home to most polluted cities worldwide: Report dgtl
Air Pollution
বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ২১টিই এ দেশে, নেই কলকাতা
এক আন্তর্জাতিক দূষণ পরিমাপ সংস্থার গবেষণায় উঠে এল ভয়াবহ চিত্র। পঞ্চাশটি দূষিত দেশের প্রথমটিই ভারতের গাজিয়াবাদ। তালিকায় রয়েছে দেশের আরও ২০টি শহরের নাম।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
পৃথিবীর সবচেয়ে দূষিত ৫০টি দেশের মধ্যে ২১টিই ভারতে। বুধবার এমনই জানাল এক আন্তর্জাতিক দূষণ পরিমাপ সংস্থা।সমীক্ষাটি করা হয়েছিল ২০১৯ সালে।
০২১০
সুইডেনের সংস্থা আইকিউ এয়ারভিসুয়াল এই সমীক্ষায় আরও জানা যাচ্ছে, ভারতের দিল্লি, গাজিয়াবাদ, পাকিস্তানের ফয়জলাবাদ, গুজরনওয়ালা, চিনের হটান—এই শহরগুলিই সারা পৃথিবীর সবচেয়ে দূষিত শহর।
০৩১০
তবে আশার কথা, এই প্রথম পঞ্চাশটি শহরের তালিকায় নেই কলকাতা।
০৪১০
উত্তর-পূর্ব ভারতের শহরগুলি এই তালিকায় ওপরের দিকে আছে। সবচেয়ে নোংরা শহর হিসেবে চিহ্নিত গাজিয়াবাদ।
০৫১০
গ্রিন হাউজ গ্যাস নি:সারণই দূষণের মূল কারণ। মনে করছেন পরিবেশবিজ্ঞানীরা।
০৬১০
আইকিউ এয়ার ভিসুয়াল সমীক্ষা চালিয়েছিল মোট ৩৫৫টি শহরে। দেখা যাচ্ছে পৃথিবীর মাত্র ৫টি শহর আইকিউ হু নির্ধারিত দূষণমাত্রার নীচে।
০৭১০
তালিকায় রয়েছে পাকিস্তানের বেশ কিছু শহরের নামও। ফয়জলবাদ,লাহোর তার মধ্যে অন্যতম।
০৮১০
দিল্লির দূষণ নিয়ে বেশ কয়েক বছর ধরেই উদ্বেগ তৈরি কয়েক বছর ধরেই। দিল্লিতে একিউআই-এর মাত্রা কোথাও ৯০০ তো কোথাও তা ১৬০০ ছুঁয়েছে এই শীতের শুরুতেই।
০৯১০
বাতাসে ভাসমান ধুলিকণার নিরিখে পশ্চিমবঙ্গের মহানগর ও শহরতলিগুলির বাতাসও যথেষ্ট দূষিত। শ্বাসনালী, ফুসফুসের ক্যানসার, হাঁপানির সমস্যায় ভুগতে শুরু করেছেন অনেকে।
১০১০
বায়ুদূষণের কারণে ভারতে বছরে গড়ে ১২ লক্ষ লোকের মৃত্যু হয়। শুধু ২০১৭ সালেই ২ লক্ষ শিশু মারা গিয়েছে বায়ুদূষণজনিত রোগে, যার মধ্যে আছে অপরিণত অবস্থায় জন্ম, অপুষ্টি, হৃদরোগ, উচ্চ-রক্তচাপ ইত্যাদি।