বাড়ছে করোনা। ফাইল চিত্র।
ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। গত সাত মাসের মধ্যে এক দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দেখা গেল দিল্লিতে। বৃহস্পতিবার এক দিনে আক্রান্ত হয়েছেন ২,৭২৬ জন। শুক্রবার এমনই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় মৃত্যু হয়েছে ছ’জনের। সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী— ১৪.৩৮ শতাংশ।
গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে এক দিনে আক্রান্ত হয়েছিলেন ৮,৮৪০ জন। তার পর এক দিনে আক্রান্তের পরিসংখ্যানে এটাই সবচেয়ে বড়। দেশের করোনাচিত্রও বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৫৬১। বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৪২,২৩,৫৫৭। দিল্লি ছাড়াও মহারাষ্ট্র, কেরল ইত্যাদি রাজ্যেও করোনার বাড়বাড়ন্ত। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৭৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ জনের। কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ৫৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১,০১,০৭৫-এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy