তিনি পরিচিত ‘মাফলার ম্যান’ নামে। কারণ শীতের সময় মাফলারে মাথা মোড়া ছাড়া তাঁকে দেখা গিয়েছে, এমন কথা মনে করতে পারেন না কেউ। দিল্লি বিধানসভা ভোটের সময় আপ-এর স্লোগানও ছিল, ‘মাফলার ম্যান ফিরছেন।’ এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে সেই মাফলারকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল! তাঁর কটাক্ষ, আমার বাড়িতে সিবিআই তল্লাশি চালালে তারা পাবে শুধু চারটি হিসেব বহির্ভূত মাফলার!
দুর্নীতির বিরুদ্ধে কেজরীবালের জেহাদ ঘোষণা তাঁকে বিপুল ভোটে জিতিয়ে দিল্লির গদিতে বসিয়েছে। কিন্তু সম্প্রতি কেজরীবালের প্রিন্সিপ্যাল সেক্রেটারি রাজেন্দ্র কুমারের দুর্নীতির তদন্ত করতে সরাসরি দিল্লি সচিবালয়ে তল্লাশি চালায় সিবিআই! এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। সেই তল্লাশির বিরুদ্ধেই রবিবার এই কটাক্ষ ছুড়ে দেন কেজরীবাল। বলেন, ‘‘সম্প্রতি মোদীজি সিবিআইকে দিয়ে আমার দফতরে তল্লাশি করিয়েছিলেন। কিন্তু কিছুই পাওয়া যায়নি। তারা আমার বাড়িতে তল্লাশি চালালেও কিছু পাবে না। শুধু চারটি হিসেব বহির্ভূত মাফলার ছাড়া!’’
সম্প্রতি অটো পারমিট দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় পরিবহণ দফতরের তিন কর্তাকে সাসপেন্ড করেছে দিল্লি সরকার। সেই প্রসঙ্গে কেজরীবাল বলেন, ‘‘আমরা ওই তিন অফিসারকে সাসপেন্ড করেছি। ওই ঘটনায় আমি ভিজিল্যান্স তদন্তেরও নির্দেশ দিয়েছি। এখন আমরা বিষয়টি সিবিআইয়ের কাছে পাঠাব।’’ ‘মাফলার ম্যান’-এর কথায়, ‘‘আমরা সেই সব জিনিসই সিবিআইয়ের কাছে পাঠায়, যেখান থেকে কিছু পাওয়া যায়। কয়েক দিন আগে এক অফিসারের মামলা আমরা সিবিআইয়ের কাছে পাঠিয়েছিলাম। আর কয়েক কিলোগ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়েছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy