অটোর উপর বাড়ি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
মাঠের মধ্যে দাঁড়িয়ে অটোরিকশা। তার উপর আস্ত একটা বাড়ি। সেই বাড়ি আকারে হয়তো ছোট। কিন্তু থাকার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে তার মধ্যে। এ রকম ভ্রাম্যমান বাড়ির বেশ কয়েকটি ছবি সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ব্যবসায়ী আনন্দ মহীন্দ্রা। এর পরই অটোর উপর বাড়ি নিয়ে মেতেছেন নেটাগরকিরা।
জানা গিয়েছে, অটোরিকশার উপর ওই বাড়ি বানিয়েছেন চেন্নাইয়ের স্থপতি অরুণ প্রভু। টুইটারে দেওয়া তথ্য অনুসারে, ওই বাড়িটি বানাতে খরচ হয়েছে ১ লক্ষ টাকা। সাধারণত বড় আকারের স্থাপত্য নিয়ে আলোচনায় মাতেন সাধারণ মানুষ। কিন্তু ছোট্ট জায়গার মধ্যে অসাধারণ এই সৃষ্টি মন জিতেছে মহীন্দ্রা সংস্থার চেয়ারম্যানের। কোভিড পরবর্তী যুগে এ রকম ভ্রাম্যমান বাড়ির গুরুত্বও উঠেছে এসেছে মহীন্দ্রার লেখায়।
এই বাড়ির ছবি পোস্ট করে মহীন্দ্রা লিখেছেন, ‘অল্প জায়গার ক্ষমতা বোঝাতে অরুণ এটা করেছেন। কিন্তু এই সৃষ্টি একটি বড় প্রবণতাকেও তুলে ধরেছে। কোভিড পরবর্তী সময়ে ভ্রাম্যমান থাকার ইচ্ছাপূরণ করতে সক্ষম এই বাড়ি।’ অরুণের সঙ্গে কেউ তাঁর যোগাযোগ করিয়ে দিতে পারবেন কি না, তাও নেটাগরিকদের কাছে জানতে চেয়েছেন মহীন্দ্রা। এ রকম বাড়ি বোলেরো পিকআপ ভ্যানের উপর অরুণ বানাতে পারবেন কি না, তা জানতে চেয়েছেন মহীন্দ্রা।
Apparently Arun did this to demonstrate the power of small spaces. But he was also on to a larger trend: a potential post-pandemic wanderlust & desire to be ‘always mobile.’ I’d like to ask if he’ll design an even more ambitious space atop a Bolero pickup. Can someone connect us? https://t.co/5459FtzVrZ
— anand mahindra (@anandmahindra) February 27, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy