সংসদ চত্বরে ঝাঁট দিচ্ছেন হেমা। ছবি: ভিডিয়ো গ্র্যাব।
সাত সকালে সংসদ ভবন চত্বর ঝাঁট দিতে গিয়ে ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী তথা মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। তাঁর বিরুদ্ধে ‘লোক দেখানো সাফাই অভিযান’ চালানোর অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ।
শনিবার সকালে সংসদ ভবন চত্বরে পৌঁছে, সংবাদমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভবন অভিযান’-এ অংশ নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। সেখানে হেমা জানান, ‘‘মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মশতবর্ষে সংসদভবন চত্বরে স্বচ্ছ ভারত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এটা অসম্ভব ভাল উদ্যোগ। আগামী সপ্তাহে মথুরা যাচ্ছি আমি। সেখানেও স্বচ্ছতা অভিযান চালাব।’’
কিন্তু বিজেপি নেতৃত্বের এই অভিযান মনে ধরেনি নেটিজেনদের। বরং সোশ্যাল মিডিয়ায় তাঁদের ঝাঁট দেওয়ার ভিডিয়ো শেয়ার হতেই তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন তাঁদের একাংশ। নানা ধরনের মিম ছড়িয়ে পড়ে সর্বত্র। সংসদ ভবন চত্বর এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই পরিষ্কার জায়গা ঝাঁট দেওয়া নিয়ে বিজেপি নেতৃত্বকে আক্রমণ করেন নেটিজেনরা। আবার হেমা মালিনী এবং অনুরাগ ঠাকুরের ঝাড়ু ধরার কায়দা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
#WATCH Delhi: BJP MPs including Minister of State (Finance) Anurag Thakur and Hema Malini take part in 'Swachh Bharat Abhiyan' in Parliament premises. pic.twitter.com/JJJ6IEd0bg
— ANI (@ANI) July 13, 2019
আরও পড়ুন: ‘এই চাণক্য মেড ইন চায়না,’ কাঁচড়াপাড়াকে ফের দখলে এনে মুকুলকে খোঁচা অভিষেকের
আরও পড়ুন: প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও বহু স্কুলে সেই পদে নিয়োগ! অভিযুক্ত এসএসসি
😂 poor thing doesn’t even know how to use one. Look at her. She’s clueless!
— Shobhit Dabral (@DabralShobhit) July 13, 2019
Politicians seriously need photo op coaching classes. #HemaMalini #SwachhBharat https://t.co/Qmr7ph5cFk
এককালে বোর্ড অব কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)সভাপতি ছিলেন অনুরাগ। ক্রিজে ব্যাট করার মতো তিনি ঝাড়ু চালাচ্ছেন বলে কটাক্ষ করেন কেউ কেউ। তো কেউ কেউ আবার দাবি করেন, ঝাড়ু হাতেও অভিনয় করছেন হেমা মালিনী।
Hema malini fulfilling the demands of voters :p pic.twitter.com/3B5HJv1CWc
— MUBASHSHIR (@MUBASHS08290350) July 13, 2019
After watching Anurag Thakur and Hema Malini on the road with a sweeper. pic.twitter.com/VGxjLcr4JM
— बेरोजगार रavi S Kumar (@raviSKumar26) July 13, 2019
এর আগে নির্বাচনী প্রচারে কাস্তে হাতে ফসল কাটতে নামা নিয়েও ব্যাপক ট্রোলড হয়েছিলেন হেমা।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy