পণ্য ও যাত্রী পরিবহণে উচ্চপর্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে দেশের বেশ কিছু বড় রেলস্টেশনে বিমানবন্দরের মতো সুরক্ষা ব্যবস্থা চালু করেছিল ভারতীয় রেল। তেমনই একটি স্টেশন রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীতে।
০৩১৪
এলইডি বাতি, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, স্টেইনলেস স্টিলের ঝাঁ চকচকে বেঞ্চ— এই ছবি আসলে মানদুয়াডিহ রেল স্টেশনের।
০৪১৪
রয়েছে ঝর্না, একই সঙ্গে প্রতি সন্ধ্যায় থাকছে আলোকসজ্জার ব্যবস্থা।
যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে স্টেশনটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলার ব্যবস্থা করা হবে, যাতে যাত্রী, রেলকর্মী এবং স্বীকৃত ব্যক্তি ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে না পারেন। একেবারেই বিমানবন্দরের মতোই আঁটোসাঁটো নিরাপত্তা।
০৭১৪
যাত্রীদেরও স্টেশনে ঢোকার সময় সিকিওরিটি চ্যানেলের মধ্যে দিয়ে যেতে হবে।
০৮১৪
রেল স্টেশনের প্রবেশদ্বারে লাগানো স্ক্যানিং মেশিনগুলিও অত্যন্ত উন্নত। রয়েছে এলসিডি প্যানেলও।
০৯১৪
এসি লাউঞ্জ, এসি ও নন এসি ঘরগুলির পাশে অসাধারণ স্থাপত্যও রয়েছে। স্থাপত্যগুলি বারাণসীকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
১০১৪
প্ল্যাটফর্মগুলি এতটাই ঝাঁ চকচকে যে, যাত্রীদের বেশ বুঝেশুনেই পা ফেলতে হচ্ছে, সংবাদ সংস্থাকে জানান এক যাত্রী।
তাঁর কথায়, বারাণসীর বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের একটা উপায় হয়েছে এই স্টেশনের মাধ্যমে।
১৩১৪
আটটি ট্রেন ছাড়ছে এই স্টেশন থেকে। রয়েছে আটটি প্ল্যাটফর্ম।
১৪১৪
মানদুয়াডিহ স্টেশনের নাম ‘বেনারস’ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় সেই ইস্যু চাপা পড়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকেই ফের নির্বাচিত হয়েছেন। রেলের আরও প্রকল্প এই শহরে আসবে বলেই আশা বাসিন্দাদের।