মদ খেয়ে গাড়িতে বসে থাকার জন্য হরিয়ানার গুরুগ্রামে এক যুবককে জরিমানা করল পুলিশ। আটক করা হল তাঁর গাড়িটিকেও। নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে শেয়ার করেছেন ওই যুবক।
যুবকের দাবি, তিনি গাড়ি চালাচ্ছিলেন না। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক। আর চালকের পাশের আসনে বসে ছিলেন তিনি। একটি পার্টি থেকে ফেরার পথে রাস্তায় তাঁর গাড়ি দাঁড় করায় পুলিশ। মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন কেন? এই প্রশ্ন করাতেই তিনি উত্তর দেন, গাড়ি তিনি চালাননি। পুলিশ কিছুতেই সেটি মানতে রাজি হচ্ছিল না। মদ খেয়ে গাড়িতে বসে থাকার জন্য শেষমেশ তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
যুবকের আরও দাবি, চালক মদ্যপান করেছেন কি না, তা-ও পরীক্ষা করে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। যখন দেখেন চালক মদ্যপান করেননি, গাড়ি চালানোর পক্ষে উপযুক্ত, গাড়িতে মত্ত আরোহীকে কেন তুলেছেন, সেই যুক্তিকে জরিমানা করা হয় চালককেও। শুধু তা-ই নয়, গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও পরে জরিমানা দিয়ে সেই গাড়ি ছাড়িয়ে আনা হয়েছে।