তিন মাস ধরে হন্যে হয়ে খুঁজছিলেন প্রিয় পোষ্যকে। যমুনা নদীর তীর, তাজমহলের অদূরের বন, মার্বেলের শহরের আনাচকানাচ— কোনও জায়গাই বাদ রাখেননি! পোষ্যের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন গুরুগ্রামের দম্পতি। শেষমেশ এল সেই মাহেন্দ্রক্ষণ! অসংখ্য ড্রোন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিন মাস পর ঘরে ফিরল হারানো ধন!
আরও পড়ুন:
শনিবার সন্ধ্যায় ফেরত পাওয়া গিয়েছে দশ বছর বয়সি ভারতীয় প্রজাতির ওই গ্রেহাউন্ডকে। গত নভেম্বর মাসে আগরার একটি হোটেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। দীপাবলির ছুটি পেয়ে দুই পোষ্য কুকুরকে নিয়ে আগরা বেড়াতে এসেছিলেন গুরুগ্রামের বাসিন্দা দীপায়ন ঘোষ এবং কস্তুরী পাত্র। শহরেরই একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। সেখান থেকেই গত ৩ নভেম্বর সকালে হারিয়ে যায় তাঁদের প্রিয় কুকুর। কোনও ভাবে দড়ি খুলে পালিয়ে যায় সে। হোটেল থেকে যখন দম্পতিকে ফোন করে খবরটা জানানো হয়, সে সময় তাঁরা ফতেহপুর সিক্রি দেখতে বেরিয়েছিলেন। তড়িঘড়ি সব ফেলে হোটেলে ফিরে আসেন দম্পতি। সেই থেকে শুরু হয় পোষ্যের খোঁজ।
আরও পড়ুন:
গাফিলতির অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও দায়ের করেন ওই দম্পতি। পোষ্যের খোঁজে দু’সপ্তাহ আগরাতেই কাটিয়ে ফেলেন তাঁরা। এই দু’সপ্তাহে দরজায় দরজায় ঘুরেছেন দীপায়ন-কস্তুরী। জনে জনে ডেকে বলেছেন, কুকুরের সন্ধান দিলে দেওয়া হবে ৩০ হাজার টাকা পুরস্কার। পরে তা বাড়িয়ে ৫০ হাজার করে দেন তাঁরা। সপ্তাহদুয়েক পর গুরুগ্রামে ফিরে এলেও বার বারই আগরায় ফিরে যেতেন দু’জনে। শাহজাহান গার্ডেন, যমুনার ধার কিংবা শহরের রাস্তা— গাড়িতে করে চষে বেড়াতেন সর্বত্র। কখনও রাত কাটাতেন হোটেলে, কখনও আবার গাড়িতেই কেটে যেত সারা রাত। শেষমেশ শুক্রবার প্রশান্ত নামে এক ট্যুর গাইড তাঁদেরকে ফোন করে জানান, মেহতাব বাগের কাছে তিনি কুকুরটিকে দেখতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে গুরুগ্রাম থেকে আগরার উদ্দেশে রওনা দেন দম্পতি। তত ক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাত নামছে। গাড়ি থেকে নেমে দম্পতি দেখেন, অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে তাঁদের হারানো ‘সন্তান’! সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই হৃদয়স্পর্শী মূহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা দেখে আবেগে ভাসছেন নেট ব্যবহারকারীরা (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।