বিজনেস সামিটে বক্তৃতা রাজেন্দ্র ত্রিবেদীর। ছবি: টুইটার
বিআর অম্বেডকর নন, দেশের সংবিধানের খসড়া তৈরির নেপথ্যে নাকি ছিলেন এক ব্রাহ্মণ। এ বার এমনই দাবি করে বসলেন গুজরাত বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী। শুক্রবার রাজেন্দ্রর করা এই মন্তব্যের পর চব্বিশ ঘণ্টা গড়িয়ে গেলেও অবশ্য বিতর্ক থামছে না। খোদ বিধানসভার স্পিকারের এমন দাবি নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন সংবিধান বিশেষজ্ঞরা।
শুক্রবার আমদাবাদে ছিল ‘মেগা ব্রাহ্মণ বিজনেস সামিট’। সেখানে উপস্থিত ছিলেন গুজরাত বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদী। ছিলেন, মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। সেখানে উপস্থিত দর্শকদের উদ্দেশে রাজেন্দ্র ত্রিবেদী প্রশ্ন করেন, ‘‘আপনারা জানেন, ৬০টি দেশের সংবিধান পড়ার পর আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছিল? আপনারা জানেন, কে বাবাসাহেব অম্বেডকরকে সংবিধানের খসড়া তুলে দিয়েছিলেন?’’ এর পরেই উত্তর দেওয়ার ঢঙে রাজেন্দ্র বলেন, ‘‘সংবিধানের কথা উঠলেই আমরা সকলে বাবাসাহেব অম্বেডকরের নাম নিই। তবে তাঁর (বাবাসাহেব অম্বেডকর) নিজের কথাতেই সংবিধানের খসড়া তৈরি করেছিলেন বিএন রাও, বেলেগান নরসিংহ রাউ, এক জন ব্রাহ্মণ।’’
সংবিধান নিয়ে বলতে গিয়ে এ দিন আরও কয়েক ধাপ এগিয়ে যান রাজেন্দ্র। তিনি বলে বসেন, ‘‘ইতিহাস আমাদের বলে যে, সর্বদাই ব্রাহ্মণরা নেপথ্যে থেকে অন্য কাউকে তুলে ধরে। ঠিক তেমনই বিএন রাও বাবাসাহেব অম্বেডকরের নেপথ্যে ছিলেন। আমরা অম্বেডকরকে নিয়ে গর্বিত যে তিনি ১৯৪৯ সালের ২৫ নভেম্বর কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে তাঁর বক্তব্যে এই তথ্য স্বীকারও করেছেন।’’ এর পরই অম্বেডকরের নাম করে একটি উক্তি তুলে ধরে রাজেন্দ্র বলেন, ‘‘আপনারা যে কৃতিত্ব আমাকে দিচ্ছেন, তা আসলে আমার নয়। এই কৃতিত্ব বিএন রাউয়ের।’’ রাজেন্দ্রর আরও দাবি, দেশে আট নোবেল পুরস্কার প্রাপকের মধ্যে সাত জনই ব্রাহ্মণ।
সংবিধানের খসড়া নিয়ে রাজেন্দ্র ত্রিবেদীর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। তাঁর দাবি নিয়ে কী বলছেন সংবিধান বিশেষজ্ঞরা? আইনজীবী অরুণাভ ঘোষ বলছেন, ‘‘সংবিধান তো তৈরি করেছিল কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ, অনেকের মিলিত ভাবনার ফসল এই সংবিধান। একা কেউ তা তৈরি করেননি। তবে, সেই সংবিধান প্রণয়নের প্রধান পুরোহিত ছিলেন বাবাসাহেব অম্বেডকর। ফলে, কেউ যদি এর নেপথ্যে নির্দিষ্ট করে এক জন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ছিলেন বলে দাবি করেন তবে তা মূর্খামি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy