প্রতীকী চিত্র।
ফোনে মেসেজ এসেছিল, বিনামূল্যে পাওয়া যাবে অন্তর্বাস। আর সেই ফাঁদেই পা দিয়েছিলেন গুজরাতের বাসিন্দা এক মহিলা। কিন্তু পরে বুঝতে পারেন, আসলে ফোনে আসা একাধিক চোখ ধাঁধানো অফারের পিছনেই লুকিয়ে থাকে অন্য মতলব।
গত বছর ডিসেম্বরের ৩ তারিখে নিজের ফোনে একটি মেসেজ পান ও মহিলা। সেখানে বলা হয়, ক্রেতাদের উপহার হিসাবে বিনামূল্যে অন্তর্বাস দেওয়া হবে। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তিনি লোভে পড়ে সেই অফারে নিজের নাম নথিভুক্ত করেন।
মহিলা জানিয়েছেন, এই ঘটনার আরও বেশ কয়েক সপ্তাহ পরে একটি মেসেজ পান তিনি। সেখানে বলা হয় তাঁর ছবি পাঠাতে। একটি হোয়াটস অ্যাপ নম্বরে তিনি ছবি পাঠিয়ে দেন। তারপরেই ওই ব্যবহারকারী অসভ্য আচরণ করতে শুরু করেন ওই মহিলার সঙ্গে।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, বারবার তাঁকে ফোন করে বিরক্ত করতেন ওই ব্যক্তি। একসময়ে তিনি শর্ত দেন, নগ্ন ছবি পাঠালে তবেই অফার পাবেন তিনি। অর্থাৎ বিনামূল্যে অন্তর্বাস পেতে হলে নগ্ন ছবি পাঠাতে হবে। মহিলা না করার পর থেকে অশ্লীল মেসেজ করতে শুরু করেন ওই ব্যক্তি। তারপরেই পুলিশ পুরো ঘটনা জানাতে বাধ্য হন তিনি। পুলিশ অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ডি-সহ একাধিক ধারায় গ্রেফতার করেছে।
আরও পড়ুন: কমিটি থেকে সরতে পারেন আরও এক সদস্য, দাবি
আরও পড়ুন: ১৮ হাজার কোটি টাকার অস্ত্র এবং সরঞ্জাম কিনছে সেনা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy