কলেজ বাসের আপৎকালীন দরজা দিয়ে উদ্ধার করা হল ছাত্র-ছাত্রীদের। ছবি: টুইটার।
সোমবার সকাল থেকে গুজরাতের নাদিয়াড়ে ভারী বৃষ্টি। তার জেরে বেশ কিছু জায়গায় জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জলেই আটকে গেল কলেজ বাস। আপৎকালীন দরজা দিয়ে উদ্ধার করা হল ছাত্র-ছাত্রীদের। উদ্ধারের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
#WATCH | Gujarat: Due to heavy rain in Nadiad area of Kheda district, leading to waterlogging, a college bus got stuck in a bypass. The locals immediately rushed to the spot and rescued all the students on the bus. pic.twitter.com/D61cs00Hu7
— ANI (@ANI) June 24, 2023
স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, সাবওয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বাসটি। রাস্তায় প্রচুর জল জমে থাকায় সেটি আটকে পড়ে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাসের পাদানি পর্যন্ত তখন ডুবে রয়েছে নোংরা জলে। শেষ পর্যন্ত আপৎকালীন জানলা দিয়ে পড়ুয়াদের বাস থেকে বার করে আনা হয়। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয়রাও।
গত সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর কারণে গুজরাতের উত্তরে বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হয়। বনস্কান্থা জেলার বেশ কিছু অংশে বন্যা হয়েছে। গত ১৫ জুন কচ্ছ উপকূলের কাছে গুজরাতের জখাউয়ে আছড়ে পড়ে ‘বিপর্যয়’। তার জেরে উপড়ে যায় বেশ কিছু গাছ, বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়ে কাঁচা বাড়ি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy