নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। ছবি: রয়টার্স
গ্রেনেড হামলায় কেঁপে উঠল দক্ষিণ কাশ্মীরের ত্রাল।
বৃহস্পতিবার সকালে কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ হয়। প্রথমে বাস স্ট্যান্ডে হামলা চালানোর পর একটি পুলিশ পেট্রোল ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন সাধারণ নাগরিকের। গুরুতর আহত হয়েছেন ১২ জন নিরাপত্তরক্ষী।
আরও পড়ুন: রোহিঙ্গা শিশুদের অধিকার নিয়ে সরব রাজ্য, বিশ্বও
পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের অল্প কিছুক্ষণ আগেই ত্রালের ওই এলাকা দিয়ে গিয়েছিল সাংসদ নইম আখতারের কনভয়। ওই কনভয়ই জঙ্গিদের লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে। আহতদের মধ্যে চারজন পুলিশকর্মী ও আটজন আধাসেনাকর্মী রয়েছেন। মৃত তিনজন সম্ভবত কলেজের পড়ুয়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy