উত্তরপ্রদেশের সাংবাদিক হত্যায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস চেয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল রাম নায়েক। রাজভবনে দীর্ঘ বৈঠকে রাজ্যপাল অখিলেশকে জানান, যোগেন্দ্র সিংহের হত্যা মামলায় দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন এবং অন্যান্য সংগঠন তাঁর কাছে এ বিষয় স্মারকলিপি জমা দিয়েছে। অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী রামমূর্তি বর্মার ইস্তফার দাবিও জানিয়েছে রাজ্যের বিজেপি ও কংগ্রেস নেতারা। ইলাহাবাদ আদালতও এক সপ্তাহের মধ্যে তদন্ত সংক্রান্ত তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে। অখিলেশ তাতে জানান, বরেলী রেঞ্জের আইজি আর কে এস রাঠৌরের নেতৃত্বে তদন্ত চলছে। যাতে বিস্তারিত তদন্ত হয়, সে বিষয় নজর রাখা হচ্ছে বলেও রাজ্যপালকে জানান অখিলেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy