অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফাইল চিত্র।
এক বছর আগে দায়ের হওয়া কম গুরুত্বপূর্ণ এক লক্ষ মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল অসম সরকার। সোমবার স্বাধীনতা দিবসের দিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, গত বছর ১৪ অগস্টের আগে দায়ের হওয়া ছোটখাটো এমন এক লক্ষ মামলা প্রত্যাহার করে নেবে তাঁর সরকার। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘ধর্ষণ এবং খুনের মতো ঘটনা দ্রুত বিচার করতেই এই পদক্ষেপ।’’
সোমবার গুয়াহাটি জাতীয় পতাকা উত্তোলনের পর হিমন্ত জানান, অসমের নিম্ন আদালতগুলিতে চার লক্ষের বেশি মামলা বিচারাধীন রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি দেরি করে হচ্ছে। নিম্ন আদালতে বোঝা কমানোর জন্যই কম গুরুত্বপূর্ণ মামলাগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘‘প্রত্যাহারের তালিকায় থাকবে নেটমাধ্যমে করা মন্তব্য নিয়ে বেশির ভাগ মামলা। জঘন্য অপরাধগুলির দ্রুত বিচারের জন্য এই পদক্ষেপ।’’
অন্য দিকে, অসমকে ভারতের থেকে আলাদা করা যাবে না বলে সুর চড়ান হিমন্ত। তাঁর কথায়, ‘‘যাঁরা এখনও সার্বভৌমত্বের স্বপ্ন দেখছেন, তাঁদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। অসম কখনই ভারত থেকে আলাদা হবে না।’’ অনেকে মনে করছেন, হিমন্তের এই বার্তা আলফা এবং এনএসসিএন-এর মতো জঙ্গি গোষ্ঠীর প্রতি। কারণ, এর আগে অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে তারা স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy