Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Himanta Biswa Sarma

Assam: প্রত্যাহার করা হবে এক লক্ষ মামলা, স্বাধীনতা দিবসে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের

ধর্ষণ এবং খুনের মতো ঘটনা দ্রুত বিচার করতে হবে। কম গুরুত্বপূর্ণ এক লাখ মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল অসম সরকার।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৯:৫০
Share: Save:

এক বছর আগে দায়ের হওয়া কম গুরুত্বপূর্ণ এক লক্ষ মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল অসম সরকার। সোমবার স্বাধীনতা দিবসের দিন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, গত বছর ১৪ অগস্টের আগে দায়ের হওয়া ছোটখাটো এমন এক লক্ষ মামলা প্রত্যাহার করে নেবে তাঁর সরকার। অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘ধর্ষণ এবং খুনের মতো ঘটনা দ্রুত বিচার করতেই এই পদক্ষেপ।’’

সোমবার গুয়াহাটি জাতীয় পতাকা উত্তোলনের পর হিমন্ত জানান, অসমের নিম্ন আদালতগুলিতে চার লক্ষের বেশি মামলা বিচারাধীন রয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি দেরি করে হচ্ছে। নিম্ন আদালতে বোঝা কমানোর জন্যই কম গুরুত্বপূর্ণ মামলাগুলি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘‘প্রত্যাহারের তালিকায় থাকবে নেটমাধ্যমে করা মন্তব্য নিয়ে বেশির ভাগ মামলা। জঘন্য অপরাধগুলির দ্রুত বিচারের জন্য এই পদক্ষেপ।’’

অন্য দিকে, অসমকে ভারতের থেকে আলাদা করা যাবে না বলে সুর চড়ান হিমন্ত। তাঁর কথায়, ‘‘যাঁরা এখনও সার্বভৌমত্বের স্বপ্ন দেখছেন, তাঁদের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। অসম কখনই ভারত থেকে আলাদা হবে না।’’ অনেকে মনে করছেন, হিমন্তের এই বার্তা আলফা এবং এনএসসিএন-এর মতো জঙ্গি গোষ্ঠীর প্রতি। কারণ, এর আগে অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যে তারা স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছিল।

অন্য বিষয়গুলি:

Himanta Biswa Sarma BJP Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE