বিপুল অঙ্কের সরকারি টাকা খরচ করে সংস্কার করানোর অভিযোগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সরকারি বাংলোকে ‘শিসমহল’ বলে কটাক্ষ করে ধারাবাহিক আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতারা। এ বার সেই তালিকায় যুক্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
দিল্লির বিধানসভা ভোটের প্রচারে মঙ্গলবার কেজরীকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘উনি ছোট একটা গাড়িতে চড়ে এসেছিলেন। কিন্তু তার পর থাকতেন শিসমহলে।’’ ঘটনাচক্রে, কেজরীর বিধানসভা কেন্দ্র নয়াদিল্লিতেই কংগ্রেসের প্রচারসভায় ওই মন্তব্য করেন রাহুল। ওই আসনে আপ প্রধানের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপকে। ঘটনাচক্রে, ২০১৩ সালের বিধানসভা ভোটে ওই আসনে তৎকালীন মুখ্যমন্ত্রী শীলাকে হারিয়েছিলেন কেজরীওয়াল। সে দিক থেকে দেখতে গেলে ওই আসনে এ বার সন্দীপের ‘প্রতিশোধের লড়াই’।
আরও পড়ুন:
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। সেখানে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আপ, বিজেপি এবং কংগ্রেস। যদিও গত বছর লোকসভা ভোটে দিল্লিতে আসন সমঝোতা করে লড়েছিল রাহুল এবং কেজরীর দল। সম্প্রতি, শিসমহল নির্মাণ নিয়ে কেজরীকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ‘‘ক্ষমতায় আসার আগে কেজরীওয়াল বলেছিলেন সরকারি বাংলো পর্যন্ত নেবেন না। আর ক্ষমতায় এসে নিজের সরকারি আবাস সাজাতে বিপুল অর্থ নয়ছয় করেছেন।’’