এই অন্তর্বাসের মধ্যেই সোনার পেস্ট রাখা ছিল। ছবি: টুইটার।
অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনার পেস্ট পাচার করছিলেন এক যাত্রী। তল্লাশি চালানোর সময় ওই অন্তর্বাস থেকেই বেরোল সোনার পেস্ট। যার বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ঘটনাটি হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের। আটক করা হয়েছে ওই যাত্রীকে।
বুধবার হায়দরাবাদ বিমানবন্দর থেকে ৩৩১ গ্রাম সোনার পেস্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যাত্রী সংযুক্ত আরব আমিরশাহীর শারজা থেকে ফিরছিলেন। সোনা পাচারের জন্য ওই পেস্ট একটি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। বিমানবন্দরে তল্লাশির সময় ওই যাত্রীর পথ আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। তার পরই তল্লাশির সময় ওই পাচারের পর্দাফাঁস করা হয়।
#WATCH | Customs officials at Hyderabad's Rajiv Gandhi International Airport have seized 331 gms of smuggled gold paste which was concealed inside an undergarment of a passenger travelling from Sharjah. The seized gold is valued at approximately Rs 20 lakhs.
— ANI (@ANI) July 5, 2023
(Video source:… pic.twitter.com/MRtGgL3xvD
সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ার ঘটনা নতুন নয়। প্রায়শয়ই এই ধরনের ঘটনা ঘটে। অন্তর্বাসের মধ্যে সোনার পেস্ট লুকিয়ে পাচারের ছক আগেও বানচাল হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরে একই কায়দায় সোনার পেস্ট পাচার করা হচ্ছিল। এক যাত্রীর ট্রলিব্যাগ খুলে তল্লাশি চালানোর সময় অন্তর্বাস থেকে এক কেজি সোনার পেস্ট উদ্ধার করা হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy