গোয়ার সভায় মমতা। ফাইল চিত্র।
গোয়াবাসীর অধিকার রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের গোয়া সফর শেষে ফেরার পথে মঙ্গলবার বিকেলে গোয়াবাসীর উদ্দেশে টুইট-বার্তা পাঠান তৃণমূলনেত্রী।
টুইটারে মমতা লেখেন, ‘গোয়া, আপনার ভালবাসার জন্য ধন্যবাদ! আনন্দে পরিপূর্ণ হৃদয় নিয়ে আমার (সফরের) দিন শেষ হল। আমি কথা দিলাম, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত তোমার জন্য লড়াই করব। এক সঙ্গে, আমরা গোয়াকে বাঁচাব। বিজেপি-বিপর্যয় থেকে আমরা গোয়াকে রক্ষা করব!’’
Goa, thank you for your love!
— Mamata Banerjee (@MamataOfficial) December 14, 2021
As my day comes to an end, my heart is filled with joy. I promise you that I will fight for you till the last drop of my blood. Together, we will save Goa from @BJP4India. We will save Goa from this DISASTER!#KhelZatlo pic.twitter.com/eKa8RlcATl
তিন দিনের গোয়া সফরে তিনটি জনসভার পাশাপাশি তৃণমূলের কর্মীবৈঠক এবং রাজ্যের বিশিষ্টজনেদের সঙ্গে আলোচনা করেছেন মমতা। তিনি বারে বারেই দাবি করেছেন, গোয়ায় গত তিন দশকের বিজেপি শাসনের বিরুদ্ধে এক মাত্র বিকল্প তৃণমূল এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি) জোট। পাশাপাশি, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।রে ফরে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy