বাহুবন্ধনে মোদী-মাকরঁ। ফাইল ছবি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলা কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। মঙ্গলবার, রাষ্ট্রপুঞ্জের ৭৭ তম সাধারণ অধিবেশনের মঞ্চে বিশ্বনেতাদের সামনেই মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয়, যথার্থই বলেন।’’
New York, USA | Indian PM Modi was right when he said that time is not for war, not for revenge against the west or for opposing the west against east. It is time for our sovereign equal states to cope together with challenges we face: French President Emmanuel Macron at #UNGA pic.twitter.com/HJBZJELhEF
— ANI (@ANI) September 20, 2022
গত ১৬ সেপ্টেম্বর, উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। সেখানেই রুশ রাষ্ট্রনেতাকে মোদী বলেন, ‘‘আজকের যুগ যুদ্ধের কথা বলে না।’’ সেই প্রসঙ্গ তুলে এনেই সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষে জোরদার সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেন, এটা যুদ্ধের সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়। এটা বস্তুত, প্রতিটি সার্বভৌম দেশের হাতে হাত ধরে বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করার সময়।’’
ইউক্রেন যুদ্ধ নিয়ে বলতে গিয়ে মাকরঁ বলেন, ‘‘রাশিয়া আসলে একটি দ্বিচারিতার নীতি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি এমন যে, এই দ্বন্দ্বের আবহ থেকে চোখ ফিরিয়ে থাকাও সম্ভব হচ্ছে না।’’
প্রসঙ্গত, পুতিনকে বলা মোদীর এই কথার প্রশংসা চলছে বিশ্ব জুড়ে। সংবাদ মাধ্যমের গণ্ডি পেরিয়ে এ বার অন্য এক দেশের প্রধানের ভাষণেও উঠে এল সেই প্রসঙ্গ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy