কাত হয়ে যাওয়া সেই ট্রলার। ছবি সৌজন্য টুইটার।
মাছ ধরে তীরে ফিরছিল মৎস্যজীবাদের ট্রলার। প্রবল হাওয়ায় সমুদ্র উত্তাল ছিল। ফলে যত তীরের কাছে আসছিল ট্রলারটি, ততই সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই চালাতে হচ্ছিল। একের পর এক উন্মত্ত ঢেউ সামলে ট্রলারটি এগোচ্ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।
বিশাল একটা ঢেউ আছড়ে পড়ল ট্রলারের উপর। সেই ঢেউ সামলাতে গিয়ে টলমল টলমল করতে করতে কাত হয়ে গেল ট্রলারটি। আর সঙ্গে সঙ্গে ট্রলারের খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা মৎস্যজীবীদের কয়েক জন ছিটকে পড়লেন সমুদ্রে। তার পরই সমুদ্রের বিশাল ঢেউয়ের সাদা জলরাশির মধ্যে মিলিয়ে গেল।
Video from Neendakara on Aug 1. All four fishermen who fell into the sea were rescued #KeralaRains pic.twitter.com/3cOxjFQQDW
— Jisha Surya (@jishasurya) August 2, 2022
মৎস্যজীবীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে পড়ে যাওয়া মৎস্যজীবীদের বাঁচাতে আশপাশের ট্রলার ছুটে আসে। বরাতজোরে বেঁচে যান বেশ কয়েক জন মৎস্যজীবী। ঘটনাটি কেরলের কোচির।
তবে এই দুর্ঘটনার মধ্যেও খুশি মৎস্যজীবীর দল। কেননা, এ বারের অভিযানে তাঁদের জালে প্রচুর মাছ ধরা পড়েছে। কোনও ট্রলার ২ লক্ষ টাকার মাছ ধরেছে। আর কোনও ট্রলার ৮০ হাজার টাকার বেশি মাছ ধরেছে বলে কেরলের মৎস্যজীবী সংগঠন জানিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy