—ফাইল চিত্র।
পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ (পিএমসি) ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে সমবায় ব্যাঙ্কটির প্রাক্তন চেয়ারম্যান ওয়ারিয়াম সিংহকে গ্রেফতার করল মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমনকারী শাখা। অভিযোগ, ব্যাঙ্কে ৪,৩৫৫ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত ছিলেন তিনি। এর আগে এফআইআর-এ নাম ছিল তাঁর। এ নিয়ে এই কাণ্ডে চার জনকে গ্রেফতার করা হল।
শুক্রবার এই কেলেঙ্কারিতে ব্যাঙ্কের প্রাক্তন এমডি জয় টমাস গ্রেফতার করেছিল পুলিশ। আজ তাঁর হেফাজতের মেয়াদ ১৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। টমাসের আইনজীবীর অবশ্য দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কের ঋণগ্রহীতা সংস্থা এইচডিআইএলের ডিরেক্টর রাকেশ ওয়াধওয়ান ও তাঁর ছেলে সারংকেও গ্রেফতার করেছে পুলিশ। ৯ অক্টোবর পর্যন্ত তাঁদের হেফাজতে থাকতে হবে। ব্যাঙ্ক ও এইচডিআইএলের বিরুদ্ধে অভিযোগ, সংস্থার ৪৪টি ঋণ অ্যাকাউন্টকে ২১,০০০টি ভুয়ো অ্যাকাউন্টে পাল্টানোর। যার সাহায্যে ঋণ খেলাপের ঘটনা চাপা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই ব্যাঙ্কে সংস্থার প্রায় ৬,৫০০ কোটি টাকার ধার রয়েছে। যা ব্যাঙ্কের মোট ঋণের প্রায় ৭৩%। এ দিকে, ব্যাঙ্কের আমানতকারীদের টাকা তোলার সীমা বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আর্জি জানিয়েছেন মুম্বইয়ে কংগ্রেসের প্রধান একনাথ গায়কোয়াড়। এখন ছ’মাসের জন্য তা ২৫,০০০ টাকায় বেঁধে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। তবে একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ভারতের ব্যাঙ্কিং শিল্প যথেষ্ট মজবুত, তাই কোনও একটি ব্যাঙ্কের ঘটনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy