আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ইজ়রায়েল-প্যালেস্টাইন সংঘাত নিয়ে ভারসাম্যের পথে হাঁটলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক দিকে, তিনি প্যালেস্টাইন সঙ্কটে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে সওয়াল করলেন। অন্য দিকে, হামাসের সন্ত্রাসবাদের দিকে ইঙ্গিত করে জানালেন, সন্ত্রাসবাদ এবং অপহরণের মতো ঘটনাকে অবজ্ঞা করতে পারে না ভারত, কারণ, তারা নিজেরা জঙ্গিবাদের শিকার।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে গাজ়া সংঘর্ষ সংক্রান্ত প্রস্তাবে ভোটাভুটি থেকে বিরত ছিল ভারত। আজ সিপিএমের জন ব্রিটাস, তৃণমূলের সাকেত গোখলে প্রশ্ন করেন, ভারত প্যালেস্টাইনবাসীর জন্য মানবিক সাহায্য পাঠানোর কথা বললেও ওই ভোটাভুটি থেকে পিছিয়ে গেল কেন? জয়শঙ্কর বলেন, “আমরা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করি। এই নিয়ে ধোঁয়াশা থাকা উচিত নয়।” তাঁর কথায়, “যখন কোনও প্রস্তাবে ভারসাম্যের অভাব থাকে, অথবা প্রস্তাবটি বিভাজনের নীতির কথা বলে বা যার কুপ্রভাব আমাদের জাতীয় স্বার্থের উপর পড়তে পারে, তখন সেই প্রস্তাব সংক্রান্ত ভোটাভুটিতে আমরা যোগ দিই না। এই বিশেষ ক্ষেত্রে প্রস্তাবটি সব দিক ভেবে তৈরি করা হয়নি। তাই ওই ভোটাভুটিতে যোগ দিইনি।” বিদেশমন্ত্রীর বক্তব্য, “ওই প্রস্তাবে সন্ত্রাসবাদের প্রসঙ্গ রাখা হয়নি। অপহরণের প্রতিবাদ করেও কোনও কথা বলা হয়নি।”
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)