জলের তোড়ে মুহূর্তে নদীগর্ভে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি! বন্যার ভয়াবহ দৃশ্য কেরলে ছবি সংগৃহীত
জলের তোড়ে মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে গেল আস্ত একটি বাড়ি। বন্যা কবলিত কেরলের কোট্টায়াম জেলার এই ভয়ঙ্কর দৃশ্যই এখন সংবাদের শিরোনামে। শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সুদূর দক্ষিণের এই রাজ্য। বন্যা পরিস্থিতির পাশাপাশি কোট্টায়াম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের খবর মিলেছে। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরলে এখনও পর্যন্ত ২৬ জনের প্রাণ গিয়েছে। নিখোঁজ বহু।
সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, জলের তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি মুহূর্তে ধসে গিয়ে মিলিয়ে গেল নদীর জলে। তবে ওই সময় বাড়িটিকে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
#WATCH | Kerala: A house got washed away by strong water currents of a river in Kottayam's Mundakayam yesterday following heavy rainfall. pic.twitter.com/YYBFd9HQSp
— ANI (@ANI) October 18, 2021
রবিবার থেকে কেরলে বৃষ্টির পরিমাণ খানিক কমেছে। তবে পরিমাণ কমলেও আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবারও বৃষ্টি হবে রাজ্যের কয়েকটি জেলায়। কিন্তু তীব্রতা কম থাকবে। প্রশাসনের তরফে খবর, রবিবার রাত পর্যন্ত কোট্টায়ামে ১৩ জন, ইদুক্কিতে ন’জন এবং আলাপুঝায় চার জনের প্রাণ গিয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের পাঁচ জেলায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy