Advertisement
৩০ ডিসেম্বর ২০২৪
Domestic Expanses

অনেক এগিয়ে দক্ষিণের রাজ্যগুলি, এগিয়ে পূর্বের প্রতিবেশীও! গেরস্থালির খরচে পিছিয়ে পশ্চিমবঙ্গ

গৃহস্থের মাসিক খরচ থেকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা বোঝা যায়। মোট খরচের কতটা কোথায় খরচ হচ্ছে, তা থেকে দারিদ্র, অর্থনৈতিক বৈষম্যের ছবিও ফুটে উঠে। কারণ যে পরিবারের খরচ বেশি, তার আর্থিক সঙ্গতিও বেশি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রেমাংশু চৌধুরী
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:২৮
Share: Save:

শহরে হোক বা গ্রামে, পশ্চিমবঙ্গে গৃহস্থ পরিবারে মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে অনেকখানি কম। বিশেষত দক্ষিণ ভারতের রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ যথেষ্ট পিছিয়ে। প্রতিবেশী রাজ্য অসমও পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে রয়েছে। একমাত্র আশার কথা হল, এই মাপকাঠিতে পশ্চিমবঙ্গে গ্রাম ও শহরের মধ্যে ফারাক জাতীয় গড়ের তুলনায় যথেষ্ট কম।

গৃহস্থের মাসিক খরচ থেকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা বোঝা যায়। মোট খরচের কতটা কোথায় খরচ হচ্ছে, তা থেকে দারিদ্র, অর্থনৈতিক বৈষম্যের ছবিও ফুটে উঠে। কারণ যে পরিবারের খরচ বেশি, তার আর্থিক সঙ্গতিও বেশি। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রক ২০২৩-২৪-এর পারিবারিক খরচের সমীক্ষা প্রকাশ করেছে। এই সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের পরিবারে মাসিক মাথাপিছু খরচ ৩,৬২০ টাকা। অর্থাৎ এক জন দিনে মাত্র ১২ টাকার মতো খরচ করছেন। শহরাঞ্চলে এই খরচের পরিমাণ ৫,৭৭৫ টাকা। অর্থাৎ দিনে ১৯ টাকার সামান্য বেশি। জাতীয় গড় যে খুব একটা আহামরি, তা নয়। জাতীয় গড় অনুযায়ী, গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচ ৪,১২২ টাকা। শহরাঞ্চলে ৬,৯৯৬ টাকা। গ্রাম হোক বা শহর, পশ্চিমবঙ্গের মানুষের মাথাপিছু মাসিক খরচ জাতীয় গড়ের থেকে কম। অর্থনীতিবিদদের বক্তব্য, এর অর্থ, পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক অবস্থা জাতীয় গড়ের তুলনায় খারাপ।

পরিসংখ্যান বলছে, গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচে সবথেকে এগিয়ে কেরল। কেরলে গ্রামের মানুষের মাথাপিছু মাসিক খরচ প্রায় ৬,৬১১ টাকা। পশ্চিমবঙ্গে শহরের মানুষ মাসে যা খরচ করেন, কেরলের গ্রামের মানুষ তার থেকে বেশি খরচের ক্ষমতা রাখেন। পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাতের গ্রামের মানুষের মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে বেশি। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের গ্রামের মানুষের মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে কম।

গ্রামে ও শহরের মানুষের মধ্যে খরচের ফারাক আর্থিক বৈষম্য তুলে ধরে। পরিসংখ্যান মন্ত্রকের দাবি, দেশে গ্রাম-শহরের এই বৈষম্য আগের তুলনায় কমেছে। ২০১১-১২-তে মাসিক খরচের নিরিখে গ্রাম-শহরের ফারাক ছিল ৮৪ শতাংশ। ২০২৩-২৪-এ তা ৭০ শতাংশে নেমে এসেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রামে ও শহরের মানুষের খরচের ফারাক তুলনায় কম। মাত্র ৫৯.৫ শতাংশ। শহরাঞ্চলের মানুষের মাথাপিছু খরচের নিরিখে দেশে সবথেকে এগিয়ে তেলঙ্গানা। সেখানে মাসিক মাথাপিছু খরচ ৮,৯৭৮ টাকা। তুলনায় পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে মাথাপিছু খরচ মাত্র ৫,৭৭৫ টাকা।

তেলঙ্গানা ছাড়াও হরিয়ানা, তামিলনাড়ু, কর্নাটক, কেরল,পঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাতের শহরাঞ্চলে মাসিক মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে বেশি। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, রাজস্থান, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারের শহরে মাথাপিছু জাতীয় গড় ৬,৯৯৬ টাকার থেকে কম।

অর্থনীতিবিদরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের গৃহস্থ পরিবারের মাসিক মাথা পিছু খরচ জাতীয় গড়ের থেকে বেশি হলেও দক্ষিণ ভারতের রাজ্যগুলির থেকে অনেক কম। দুই ক্ষেত্রেই গুজরাত জাতীয় গড়ের থেকে সামান্য উপরে রয়েছে।

মাথাপিছু মাসিক খরচ

পশ্চিমবঙ্গ

গ্রামে- ৩,৬২০ টাকা
শহরে- ৫,৭৭৫ টাকা

জাতীয় গড়

গ্রামে- ৪,১২২ টাকা
শহরে- ৬,৯৯৬ টাকা

সবথেকে এগিয়ে

গ্রামে: কেরল- ৬,৬১১ টাকা
শহরে: তেলঙ্গানা- ৮,৯৭৮ টাকা

অন্য বিষয়গুলি:

West Bengal government Consumers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy