Advertisement
৩০ ডিসেম্বর ২০২৪
Lucky Zodiac Signs of New Year 2025

আটটি রাশির ২০২৫ খুব ভাল কাটতে চলেছে! দেখে নিন আপনার রাশি সেই তালিকায় রয়েছে কি না

রাশি অনুযায়ী কিছু মানুষের বছরটি খুব ভাল কাটবে। তেমনই কয়েক জনের একটু খারাপ কাটার আশঙ্কা রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে আটটি রাশির জন্য ২০২৫ সাল খুবই শুভ হতে চলেছে।

These eight zodiac signs will be the most fortunate in new year 2025

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৩০
Share: Save:

নতুন বছর আসার আগে প্রায় সকলের মনেই একটা প্রশ্ন জাগে, বছরটা কেমন কাটবে। পুরনো বছরে যে স্বপ্নগুলো পূরণ হয়নি বা যে সকল ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেছে, তা এই নতুন বছরে পূরণ হবে কি না সেটি নিয়েও সবার মনে প্রশ্ন থাকে। নতুন বছর সকলেরই শুভ কাটুক এই কামনা রইল। কিন্তু নতুন বছরে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। রাশি অনুযায়ী কিছু মানুষের বছরটি খুব ভাল কাটবে। তেমনই কয়েক জনের একটু খারাপ কাটার আশঙ্কা রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে আটটি রাশির জন্য ২০২৫ সাল খুবই শুভ হতে চলেছে। দেখে নিন সেই তালিকায় কোন কোন রাশি রয়েছে।

জেনে নিন রাশিগুলো কী কী:

বৃষ: ২০২৫ সাল বৃষ রাশির জাতক-জাতিকাদের বেশ ভালই কাটতে চলেছে। দাম্পত্য সুখ থেকে শুরু করে আর্থিক উন্নতি, এই বছরে বৃষ রাশির জন্য সবই ভাল থাকবে। চাকরির স্থানেও সুনাম অর্জন করতে পারবেন।

মিথুন: নতুন বছর মিথুন রাশির জন্য খুব ভাল সময় নিয়ে আসতে চলেছে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। অর্থ নিয়ে সমস্যা কেটে যাবে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন।

কন্যা: কন্যা রাশিদের জন্যও খুব ভাল প্রভাব ফেলতে চলেছে নতুন বছর। সব কাজ থেকে বাধা সরে যাবে। অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। এই বছর দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে।

তুলা: ২০২৫ সাল তুলা রাশির জন্য খুব শুভ হতে চলেছে। সকল কাজে বাধা কাটিয়ে সফলতা আসবে। প্রেম এবং বৈবাহিক জীবন সুখের হতে চলেছে। আর্থিক দিক দিয়ে উন্নতি হবে নজরে পড়ার মতো।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জন্যও ২০২৫ সাল শুভ। মানসিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। পারিবারিক দিক যথেষ্ট ভাল থাকবে। চাকরি ক্ষেত্রেও চাপ অনেকাংশে কমবে। সন্তানদের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর: ২০২৫ সাল মকর রাশির জাতক-জাতিকাদের বেশ ভাল কাটবে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক দিকও আনন্দের হবে। নতুন কিছু কেনার কথা ভাবতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির জন্য নতুন বছর বেশ শুভ ফলদায়ী হবে। কর্মজীবনে উন্নতি আসবে। আর্থিক বিপর্যয় কেটে যাবে। পারিবারিক দিকে শান্তি বজায় থাকবে। ভাল বন্ধুদের সঙ্গ লাভ হবে।

মীন: ২০২৫ সাল মীন রাশির লোকেদের জন্য খুব ভাল কাটবে। স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা থাকলে কেটে যাবে। অর্থের দিকও যথেষ্ট ভাল থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে। সাংসারিক শান্তি বজায় থাকবে।

অন্য বিষয়গুলি:

Zodiac Signs New Year 2025 New Year Astrology Astrological Prediction Lucky sign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy