Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
LJP

চিরাগ-বিরাগে ভাঙন এলজেপি-তে, দল ছাড়তে চলেছেন ৫ সাংসদ

বিহারের বিধানসভা নির্বাচনে এলজেপি-র ভরাডুবি হওয়ার পর মুখ খুলেছিলেন দলের একাধিক নেতা।

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ০৯:৩৮
Share: Save:

চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দল ছাড়তে চলেছেন ৫ লোক জনশক্তি পার্টির (এলজেপি) সাংসদ। তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তাঁদের এলজেপি-র সাংসদ হিসাবে বিবেচনা না করার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, চিরাগের শিবির ছেড়ে বিহারের শাসকদল জেডিইউয়ে যোগ দিতে পারেন এই ৫ বিদ্রোহী সাংসদ। আর এই বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্বে রয়েছেন চিরাগ পাসোয়ানের কাকা পশুপতি কুমার পরস।

চিরাগের বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ শুরু হয়েছিল অনেকদিন থেকেই। বিহারের বিধানসভা নির্বাচনে এলজেপি-র ভরাডুবি হওয়ার পর মুখ খুলেছিলেন দলের একাধিক নেতা। এই বছর এপ্রিলেই নেতা কেশব সিংহ দলের কর্মীদের ঠকানোর অভিযোগ তোলেন চিরাগের বিরুদ্ধে। তিনিও শেষ পর্যন্ত যোগ দিয়েছিলে জেডিইউ-তেই। এ বারের পাঁচ সাংসদও সম্ভবত যেতে চলেছেন নীতিশ শিবিরেই।

লোকসভায় মোট ছ’জন সাংসদ রয়েছেন এলজেপি-র। একসঙ্গে এতজন দল ভাঙলে পড়ে থাকবেন একজন। শক্তি হারিয়ে কার্যত প্রসঙ্গহীন হয়ে পড়বে দল। এলজেপি-র বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে রয়েছেন চিরাগের কাকা পশুপতি কুমার পরস, চন্দন সিংহ, বীণা দেবী, প্রিন্স রাজ ও মেহবুব আলি কেশর।

অন্য বিষয়গুলি:

Bihar LJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy