ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল কর্নাটকের কংগ্রেস বিধায়ক-সহ ৬ জনের। আহত হয়েছেন ২০ জন। সোমবার ভোরে অনন্তপুর জেলার পেনুকোণ্ডার ঘটনা। মৃত ও বিধায়কের নাম বেঙ্কটেশ নায়েক। তিনি দেবদুর্গের বিধায়ক ছিলেন।
পুলিশ জানিয়েছে, এ দিন ভোরে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদাকাসিরা লেভেল ক্রসিংয়ের গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। সেই সময় বেঙ্গালুরু-নান্দের এক্সপ্রেস পাস হচ্ছিল। ট্রাকটি সোজা ধাক্কা মারে ট্রেনে। ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ওই কামরাগুলির একটিতে ছিলেন বিধায়ক বেঙ্কটেশ নায়েক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক এবং ট্রাকের খালাসি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেঙ্গালুরু-গুন্টাকল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে রেলের উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাত্ই প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তাঁর। প্রথমে কিছু বুঝতে পারেননি যাত্রীরা। কারণ সকলেই তখন ঘুমোচ্ছিলেন। তিনি আরও জানান, বাইরে বেরিয়ে এসে দেখেন একটি লরির সঙ্গে ধাক্কায় ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। যাত্রীরা যখন বিষয়টি বুঝতে পারেন তখন চারদিকে চিত্কার চেঁচামেচি শুরু হয়ে যায় সাহায্যের জন্য। তিনি বলেন, “আমরা সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি। কিন্তু লাইনচ্যুত বগিগুলির অবস্থা দেখে গা শিউরে উঠেছিল। কী ভয়ানক দৃশ্য!”
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের বিরোধী দলনেতা ওয়াই এস জগন্মোহন রেড্ডি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy